বাংলাহান্ট ডেস্ক : নতুন পুরনো সিরিয়াল (Serial) মিলিয়ে টেলিভিশনে বিনোদনের কমতি নেই দর্শকদের। পুরনো বেশ কিছু ধারাবাহিক এখনো ভালো গল্পের জোরে টিআরপি টানছে। তবে বেশ কিছু সিরিয়ালই কয়েক মাস যেতে না যেতেই দর্শকদের আগ্রহ হারিয়ে ধুঁকছে তলানিতে। আর এর মধ্যে স্টার জলসার নয় নয় করে বেশ কয়েকটি সিরিয়াল (Serial) রয়েছে।
টাইম স্লট বদলেও সিরিয়ালে (Serial) টিআরপি নেই
বর্তমানে ধারাবাহিকের (Serial) ধরণ ধারণ বদলাচ্ছে। তেমনি বদলাচ্ছে টাইম স্লটও। সাধারণত ৩০ মিনিটের স্লটেই সম্প্রচারিত হয়ে থাকে ধারাবাহিক। কিন্তু এখন বদলেছে সেটাও। জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেই কিছু সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে ৪৫ মিনিট ধরে। কিন্তু টিআরপি কি উঠছে? সে বেলায় নৈব নৈব চ!
বন্ধের দাবি দর্শকদের: জি বাংলায় যেমন দুটি সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে ৪৫ মিনিট করে। সেখানে স্টার জলসায় আবার ১৫ মিনিট করে ভেঙে দেওয়া হচ্ছে টাইম স্লট। রোশনাই সম্প্রচারিত হচ্ছে এমনি ১৫ মিনিট করে। বলা বাহুল্য, টিআরপি তেমন চমক দিতে পারছে না। দর্শকরাও কার্যত হতাশ গল্পের ট্র্যাক নিয়ে। আর এবার বন্ধের দাবি উঠল সিরিয়ালটি (Serial)।
কী চলছে গল্পে: বর্তমানে কার্যত নায়ক নায়িকার (Serial) মধ্যে চলছে ইগোর লড়াই। মিনির বিয়ে উপলক্ষে ঠারেঠোরে অপমান করা হচ্ছে রোশনাই কে। সেও অবশ্য মুখ খুলতে ছাড়ছে না। তবে এত কিছুর মাঝে রোশনাইকে অপদস্থ হতে দেখেও কোনও হেলদোল নেই আরণ্যকের। রোশনাইকে (Serial) জোর করে নাচার জন্য স্টেজে তুলে দেওয়া হলে হঠাৎ করেই নাচের মাঝে মাথা ঘুরে পড়ে যায় সে। কিন্তু তা দেখেও এগিয়ে আসে না আরণ্যক।
এর মাঝেই আবার গল্পে শুরু হয়েছে উপহারের বাক্স রহস্য। আরণ্যক মিনির জন্য যে ব্রেসলেট কিনেছে তার সঙ্গে আবার হুবহু মিল রোশনাইয়ের উপহারের বাক্সের। কিন্তু গরিমা সে বিষয়ে প্রশ্ন করতেই সুকৌশলে এড়িয়ে যায় আরণ্যক। নায়ক নায়িকার মধ্যে মিলনের বালাই নেই, গল্প খেই হারাতে বিরক্ত দর্শকরা। তাই কয়েকজন দাবি তুলেছেন, হয় গল্পের ট্র্যাক বদলানো হোক, নয়তো শেষই করে দেওয়া হোক সিরিয়াল।