বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক সপ্তাহে টিআরপির উত্থান পতন লেগেই রয়েছে বিভিন্ন সিরিয়ালগুলিতে (Serial)। কোনো সপ্তাহে একটি সিরিয়াল এগিয়ে যায় তো পরের সপ্তাহেই আবার তাকে টেক্কা দেয় অন্য মেগা। উপরন্তু বিভিন্ন চ্যানেলে নতুন পুরনোর টক্কর তো রয়েছেই। কিছু কিছু ধারাবাহিকে (Serial) নবাগত অভিনেতা অভিনেত্রীরা রীতিমতো চমক দেখাচ্ছেন। পাশাপাশি বেশ কিছু টুইস্টও দেখা যাচ্ছে নতুন বছরে।
বড় চমক দেখাচ্ছে জি এর সিরিয়াল (Serial)
শেষ টিআরপি তালিকায় বিরাট চমক দেখিয়েছে ‘পরিণীতা’ ধারাবাহিক। নতুন শুরু হয়েই বাংলা সেরার তকমা ছিনিয়ে নিয়েছে এই সিরিয়াল (Serial)। দীর্ঘদিন ধরে পার্শ্বচরিত্রে অভিনয় করার পর নায়ক হয়েই ছক্কা হাঁকিয়েছেন উদয় প্রতাপ সিং। সপ্রতিভ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন ‘পারুল’ ঈশানী চট্টোপাধ্যায়ও। অন্যদিকে আরেক ধারাবাহিকের (Serial) ক্ষেত্রে এবার উলটে নায়িকা বদলের দাবি!
নায়িকা বদলের দাবি ধারাবাহিকে: দর্শকরা যে সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করেন তা সকলেরই জানা। দর্শকদের দাবিতে ধারাবাহিকের (Serial) শুটিং শুরু হতে পারে নতুন করে। এবার দর্শকদের একাংশ দাবি তুলল নায়িকা বদল করতে হবে সিরিয়ালের। জি বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের (Serial) ক্ষেত্রেই এমন দাবি তুলেছেন কয়েকজন। কিন্তু কেন?
আরো পড়ুন : “মঙ্গলে অমঙ্গল”, ট্রাম্প আসতেই হাহাকার ভারতের শেয়ার বাজারে! একদিনেই ক্ষতি ৫ লক্ষ কোটি
কোন সিরিয়ালের ক্ষেত্রে উঠল দাবি: আসলে সম্প্রতি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে মিত্তির বাড়ির (Serial)। সেখানে ‘পুষ্পা’ স্টাইলে নাচ করতে দেখা গিয়েছে ধ্রুব জোনাকি ওরফে আদৃত রায় এবং পারিজাত চৌধুরীকে। কিন্তু এই প্রোমো দেখেই কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একাংশ। একজন লিখেছেন, ‘নায়িকাটা মোটেই মানায়নি আদৃতদার সঙ্গে, নায়িকাটা চেঞ্জ হলে ভালো হবে’। আরেকজন লিখেছেন, ‘নায়ক কিংবা নায়িকা কেউ একজনও অসুন্দর হলেই সে নাটক দেখতে ইচ্ছে করে না যদিও জানি মানুষ হব-ই সুন্দর তারপরও এই মেয়েকে আমার নায়িকা হিসেবে মনে হয় না’।
আরো পড়ুন : বিয়ের আগেই বিরাট ফাঁড়া! দুর্ঘটনায় চুরমার সুকান্তর গাড়ি, কেমন আছেন অনন্যার হবু বর?
এখানেই শেষ নয়। নায়ক নায়িকাকে ‘কার্টুন’ বলেও কটাক্ষ করেছেন একজন। এসেছে সৌমিতৃষার সঙ্গে তুলনার প্রসঙ্গও। আসলে মিঠাই দীর্ঘদিন ধরে বাংলা সেরা থাকার রেকর্ড গড়েছিল। কিন্তু আদৃতের কামব্যাক মেগা এখনো টিআরপি তুলতে ব্যর্থ। তাই দাবি উঠেছে, নায়িকা বদলালেই নাকি হাল ফিরবে মিত্তির বাড়ির।