বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরে শুটিং করতে গিয়ে বড় দুর্ঘটনার মুখে পড়লেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আগামী ছবির শুটিং করতে গিয়ে গাড়িসুদ্ধ নদীতে পড়ে যান দুজনে। দুই তারকারই গুরুতর আঘাত লেগেছে বলে খবর। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাশ্মীরে আগামী ছবি ‘কুশি’র শুটিং করছিলেন বিজয় ও সামান্থা। এই নিয়ে দ্বিতীয় বার জুটি বাঁধলেন তাঁরা। ইতিমধ্যেই প্রথম অংশের শুটিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে এর মধ্যেই বড়সড় দুর্ঘটনাও ঘটিয়ে বসেছেন তাঁরা।
একটি স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটেছে বলে খবর। পহেলগাঁওতে চলছিল শুটিং। লিডার নদীর দুই তীরে বাঁধা দড়ির উপর দিয়ে গাড়ি চালাতে হত বিজয় সামান্থাকে। খুবই কঠিন ছিল স্টান্টটি। দড়ির উপর থেকে গাড়িসুদ্ধ সামান্থা ও বিজয় গিয়ে পড়েন নদীর জলে। দুজনেরই পিঠে চোট লেগেছে বলে খবর।
প্রাথমিক শুশ্রূষার ব্যবস্থা করা হয়েছিল তাঁদের জন্য। কিন্তু পরবর্তীকালে শ্রীনগরে ডাল লেকে শুটিংয়ের সময়েও পিঠে ব্যথার অভিযোগ করতে থাকেন বিজয় সামান্থা। তখনি শুট বন্ধ করে হোটেলে ফেরত পাঠানো হয় তাঁদের। দুই তারকার জন্য ফিজিওথেরাপিস্টও ডাকা হয়েছিল বলে খবর। কড়া নিরাপত্তার মধ্যে সুরক্ষার বলয়ে শুটিং করছেন তাঁরা।
প্রসঙ্গত, শিব নির্বাণের লেখা এবং পরিচালিত ছবি ‘কুশি’। কাশ্মীরে প্রথম অংশের শুটিং সারার পর সোমবার ভূস্বর্গ থেকে ফিরেছে করেছে ছবির টিম। তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে কুশি। চলতি বছরের ২৩ ডিসেম্বর ছবি মুক্তির কথা রয়েছে।
সামান্থাকে শেষবার দেখা গিয়েছিল পুষ্পা ছবির আইটেম সং ‘উ আনটাভা’তে। সুপারহিট হয়েছিল তাঁর পারফরম্যান্স। অন্যদিকে বিজয়কে আগামীতে অনন্যা পাণ্ডের সঙ্গে ‘লাইগার’ ছবিতে দেখা যাবে। তবে ছবির মুক্তির তারিখ এখনো ঘোষনা হয়নি।