বলিউডে পা রেখেই ‘অসভ‍্যতা’ শুরু? নগ্ন হয়ে পোজ দিতেই ‘পিকে’র সঙ্গে বিজয়ের তুলনা করল নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলে দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। তাঁর আসন্ন ছবি ‘লাইগার’ (Liger) এর পোস্টার দেখে কার্যত থ হয়ে গিয়েছেন নেটনাগরিকরা। সুঠাম শরীর, কাঁধ পর্যন্ত নেমে আসা ঝাঁকড়া চুল, সম্পূর্ণ নগ্ন হয়ে ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেতা। একগোছা গোলাপ দিয়ে ঢেকেছেন গোপনাঙ্গ। নেটদুনিয়ায় আগুন ছড়াচ্ছে পোস্টারটি।

অত‍্যন্ত সাহসী পোস্টারটি শেয়ার করে দক্ষিণী অভিনেতা লিখেছেন, ‘একটা ছবি যেটা আমার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। পারফরম‍্যান্স হিসাবে, মানসিক এবং শারীরিক ভাবে আমার কাছে সবথেকে কঠিন চরিত্র। আমি সবকিছু দিয়ে দেব। খুব শীঘ্রই আসছে।’

vijay deverakonda 11598594255
বিজয়ের শেয়ার করা পোস্টার দেখে হতভম্ব হয়ে গিয়েছেন অধিকাংশ নেটিজেনরাই। কারণ দক্ষিণী অভিনেতাকে এমন বোল্ড রূপে কখনো দেখা যায়নি।বিচিত্র সব মন্তব‍্যও উড়ে এসেছে পোস্টের কমেন্ট বক্সে। অনেকেই পোস্টারটির সঙ্গে আমির খানের ‘পিকে’ ছবির পোস্টার এবং সংশ্লিষ্ট দৃশ‍্যটির সাদৃশ‍্য খুঁজে পেয়েছেন।

কেউ কেউ আবার মজা করে লিখেছেন, নিজের কাপড় চোপড়ও কি দিয়ে দিয়েছেন নাকি বিজয়? আবার একাংশ কটাক্ষ করেছেন, বলিউডে পা রাখা মাত্রই অসভ‍্যতা করানো হচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতাদের দিয়ে। ‘লাইগার’ ছবির সহ প্রযোজক করন জোহরও পোস্টারটি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘রোজ রোজ এমন উপহার পাওয়া যায় না।’

লাইগার এর হাত ধরেই বলিউডে পা রাখছেন বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর বিপরীতে রয়েছেন অনন‍্যা পাণ্ডে। একজন কিকবক্সারের ভূমিকায় অভিনয় করছেন বিজয়, যে একজন চা বিক্রেতা থেকে আন্তর্জাতিক মানের কিকবক্সার হয়ে ওঠে।

https://www.instagram.com/p/CffyhxQr6VT/?igshid=YmMyMTA2M2Y=

এই ছবির জন‍্য প্রচুর পরিশ্রম করেছেন বিজয়। চরম  শারীরিক পরিবর্তন ঘটাতে হয়েছে তাঁকে। পাশাপাশি থাইল‍্যান্ডে গিয়ে মার্শাল আর্টও শিখেছেন তিনি। লাইগার ছবিটি হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে। ছবির পরিচালনা করেছেন পুরি জগন্নাথ।

Niranjana Nag

সম্পর্কিত খবর