বড় অ্যাকশনঃ বিজয় মাল্য, মোদী-চোকসির ৯,৩৭১ কোটি টাকা সরকারের ব্যাঙ্কে ট্র্যান্সফার করল ED

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত দেশ থেকে পলাতক বিজয় মাল্য (Vijay Mallya), নীরব মোদী (Nirav Modi) আর মেহুল চোকসির (Mehul Choksi) ৯ হাজার ৩৭১ কোটি টাকার সম্পত্তি ব্যাঙ্কে ট্র্যান্সফার করল ED। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিন পলাতক ব্যবসায়ীর সম্পত্তি তাঁদের প্রতারণার ফলে হওয়া লোকসানের ক্ষতিপূরণে ব্যবহৃত হবে।

একটি বয়ানে ইডি জানিয়েছে, ‘PMLA অনুযায়ী বিজয় মাল্য, নীরব মোদী আর মেহুল চোকসির শুধু ১৮,১৭০,০২ কোটি সম্পত্তি বাজেয়াপ্তই করা হয়নি, আরও ৯ হাজার ৩৭১ কোটি টাকার বাজেয়াপ্ত সম্পত্তির একটি অংশ কেন্দ্র সরকার আর পিএসবিকে ট্র্যান্সফার করা হয়েছে।” ইডি জানিয়েছেন, বিজয় মাল্য আর পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ৪০ শতাংশ টাকা পিএমএলএ অনুযায়ী বাজেয়াপ্ত করে শেয়ার বিক্রি করে উসুল করা হয়েছে।

   

বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্য ব্রিটেন থেকে ভারতে প্রত্যর্পণের জন্য সেখানকার আদালতে মামলা লড়ছে আর জামিনে মুক্ত আছে। ২০১৯ সালে ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রসচিব মাল্যর প্রত্যর্পণের মঞ্জুরি দিয়েছিলেন। যখন সিবিআই আর ইডি মামলার তদন্তে নেমেছিল, তখন মাল্য ২ মার্চ ২০১৬ সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপর ব্যাঙ্ক অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। জানুয়ারি ২০১৯ সালে বিজয় মাল্যকে পলাতক আর্থিক অপরাধী ঘোষণা করা হয়েছিল।

আরেকদিকে, মেহুল চোকসি-নীরব মোদী ১৩ হাজার ৫০০ কোটি টাকার জালিয়াতি করে ২০১৮ সালে ভারত থেকে পালিয়ে যায়। চোকসি আপাতত ডোমিনিকায় বন্দি আছে আর নীরব মোদী ব্রিটেনের জেলে বন্দি। যদি তিন পলাতক ব্যবসায়ীর মোট টাকা এক করে হিসেবে করা হয়, তাহলে সরকারি ব্যাঙ্ক প্রায় ২২ হাজার ৫৮৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর