বাংলাহান্ট ডেস্ক: হৃদরোগ (Heart Attack) আবারো কেড়ে নিল এক তরতাজা প্রাণ। ব্যাঙ্ককে ঘুরতে গিয়ে অকালে মৃত্যু হল জনপ্রিয় কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর (Vijay Raghavendra) স্ত্রী স্পন্দনার (Spandana)। সোমবার ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। অভিনেতার স্ত্রীর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। তাঁর অকালমৃত্যুতে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে পরিবারে।
কন্নড়ভাষার অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন বিজয়। জানা যাচ্ছে, অভিনেতার স্ত্রী স্পন্দনা নিজের তুতো বোনদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন ব্যাঙ্কক। পরবর্তীকালে কাজ মিটিয়ে বিজয়ও যোগ দিয়েছিলেন তাঁদের সঙ্গে। কিন্তু স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে পারেননি তিনি।
বিজয় জানান, রবিবার রাতে ঘুমাতে গিয়েছিলেন স্পন্দনা। কিন্তু সকালে আর ঘুম ভাঙেনি তাঁর। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনে করা হচ্ছে রক্তচাপ অত্যন্ত কমে গিয়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে স্পন্দনার। ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, স্পন্দনা হলেন কংগ্রেস বিধায়ক বি কে হরিপ্রসাদের ভাগ্নি এবং একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের মেয়ে। তিনি নিজেও একটি ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত অভিনয় থেকে রাজনৈতিক জগৎ।
প্রসঙ্গত, ২০০৭ সালে বিজয় রাঘবেন্দ্রকে বিয়ে করেন স্পন্দনা। দুই সন্তান রয়েছে তাঁদের। স্পন্দনার মরদেহ ভারতে নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার বেঙ্গালুরুতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।