বাংলা হান্ট ডেস্কঃ শনিবারের বারবেলায় আচমকাই পদত্যাগ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রাজ্যের নির্বাচনের এক বছর আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে জোর জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে বলেই মুখ্যমন্ত্রীকে পাল্টে ফেলা হয়েছে। সম্প্রতি উত্তরাখণ্ড আর কর্ণাটকেও বিজেপি এই ফর্মুলা আপন করেছে।
গত ৬ মাসে বিজেপি ৪ জন মুখ্যমন্ত্রীকে বদল করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এর পিছনের কারণ খোঁজা শুরু করেছে। যদিও, নির্বাচনী ফলাফল ছাড়া এটা বোঝা দায় যে, বিজেপির এই রণনীতি কতটা সফল।
রুপানির আগে কর্ণাটকে জুলাই মাসে বিএস ইয়েদুরাপ্পা নিজের পদ ছাড়েন। শোনা গিয়েছিল যে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর উপর দলেরই অনেক নেতা ক্ষুব্ধ। আর এই কারণেই ওনাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। এরপর ওনারই ঘনিষ্ঠ নেতা বিএস বোম্বাইকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বানানো হয়।
তাঁরও আগে উত্তরাখণ্ডে তীরথ সিং রাওয়াতকে সরানো হয়েছিল। ওনার বদলে তিবেন্দ্র সিং রাওয়াতকে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু তিবেন্দ্র সিংও বেশীদিন চেয়ার দখল করে রাখতে পারেন নি। ওনাকেও সরে যেতে হয়েছিল। এরপর উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তীরথ সিং রাওয়াতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ওনার একের পর এক বিতর্কিত বয়ান বারবার দলকে অস্বস্তিতে ফেলছিল। এরপরই ওনাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, অসমেও বিজেপির নেতৃত্বে বদল আনা হয়েছে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালকে সরিয়ে ওনার বদলে হিমন্ত বিশ্ব শর্মাকে বিগত বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে।