বয়কটের বাজারে টিকে থাকতে হবে তো! ‘জওয়ান’ হিট করতে সোনার দামে বিজয় সেতুপতিকে কিনলেন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) বাজার মন্দা। জলের মতো টাকা খরচ করেও ছবি চালাতে পারছেন না অভিনেতা অভিনেত্রীরা। আমির, অক্ষয়, তাপসী সবাই কুপোকাত। আগামী বছরে পরীক্ষার মুখে পড়তে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। পরপর তিনটি ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। কিন্তু বয়কট ট্রেন্ড পিছু ছাড়ছে না কিং খানেরও।

২০২৩ শাহরুখ ময় হতে চলেছে, এ খবর আগেই পাওয়া গিয়েছিল। চার বছ‍র পর ‘পাঠান’ এর হাত ধরে বড়পর্দায় কামব‍্যাক করবেন শাহরুখ। দ্বিতীয় ছবি ‘জওয়ান’, যার টিজার এখন থেকেই উত্তেজিত করে রেখেছে নেটনাগরিকদের। এই ছবির মাধ‍্যমেই প‍্যান ইন্ডিয়া রিলিজে ডেবিউ করছেন কিং খান।


একাধিক দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। তাঁদের মধ‍্যে একজন বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। দক্ষিণী তারকাদের মধ‍্যে বিজয় সেতুপতির জনপ্রিয়তা বরাবরই শীর্ষে থাকে। বহু ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তাই এমন একজন অভিনেতাকে নিজের ছবিতে কাস্ট করার সময়ে যথাযোগ‍্য সম্মানই দিয়েছেন শাহরুখ।

ছবিতে বিজয়ের চরিত্র সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে, শাহরুখের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সাউথ স্টারকে। তবে এমনি এমনি কিং খানের সঙ্গে কাজ করতে রাজি হননি বিজয়। তাঁর শেষ ছবি ‘বিক্রম’ সুপারহিট হয়েছে। পাশাপাশি জওয়ানে অভিনয় করতে আরো অনেক ছবি ছেড়ে দিতে হয়েছে তাঁকে। তাই পারিশ্রমিকে পুষিয়ে নিতে চাইছেন তিনি।


সূত্রের খবর বলছে, বিক্রম ছবির প্রভূত সাফল‍্যের পরে এক ধাক্কায় নিজের পারিশ্রমিক ৬ কোটি বাড়িয়ে দিয়েছেন বিজয় সেতুপতি। আগে তিনি ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। বিক্রমের সাফল‍্যের পর জওয়ানের জন‍্য ২১ কোটি টাকা চেয়েছেন তিনি। শাহরুখ নাকি বিজয়ের দাবিকে সম্মান জানিয়ে ওই পরিমাণ টাকাই দিতে রাজি হয়েছেন বিজয়কে।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ‍্যমকে জানায়, কিং খান প্রতিভাকে সম্মান দিতে জানেন। আর বিজয় সেতুপতি ভারতীয় সিনেমার অন‍্যতম প্রতিভাবান অভিনেতা। শাহরুখ কখনোই কোনো অভিনেতার কাছে ডিসকাউন্ট চেয়ে তাঁকে অস্বস্তিতে ফেলতে চান না। কিন্তু বিজয়ের দাবি করা টাকাই দিতে রাজি হয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, বিজয় সেতুপতি জওয়ানকে অন‍্য মাত্রা দিতে সক্ষম হবেন।

X