‘অ্যাকাউন্টে ১৮ টাকা, এমন সময়…’ বিজয় বর্মার জীবনের এই ভয়ানক কাহিনি জানেন?

অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma) মির্জাপুর, ডার্লিং, লাস্ট স্টোরিজের মতো একাধিক জনপ্রিয় ছবিগুলির জন্য পরিচিত। বর্তমানে এই অভিনেতা (Vijay Varma) ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক তারকা। অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে ডেট করছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। কাজের পাশাপাশি এই অভিনেতা তাঁর ফ্যাশন সেন্সের জন্যও খবরে থাকেন। কিন্তু, আপনি কি জানেন যে এই অভিনেতা জীবনে এমন একটি সময়ও গিয়েছে যখন তাঁর কোনও কাজ ছিল না।

তিনি এক সাক্ষীৎকারে বলেছিলেন, ‘যখন আমি মুম্বাইতে এসেছিলাম, তখন আমি আর্থিক দিক থেকে  খুব নিম্ন পর্যায়ে দেখেছিলাম। যখন আমার কাজ ছিল না এবং আমি কাজ খোঁজার চেষ্টা করছিলাম। কাজ না থাকায় আমি বেশ ভেঙে পড়েছিলাম। এটি আমার জীবনের একটি নিম্ন পর্যায় ছিল এবং এটি বছরের পর বছর ধরে চলতে থাকে। বেঁচে থাকাও দায় হয়ে পড়ছিল।’.

   

Vijay Varma

অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma) ফ্যাশন সেন্সের জন্যও খবরে থাকেন

এর সঙ্গে তিনি জানান, একসময় তাঁর কাছে টাকা কম ছিল এবং তিনি একজনকে ডেট করছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি বেশিরভাগ সময় ডেট করতাম যখন আমার কাছে টাকা ছিল না। প্রথম ডেটে বেশিরভাগ সময়েই আমাকে বিল দিতে হত, কিন্তু পরের গুলিতে তারা নিজেরাই বিল দিত। এমন কয়েকজনের সঙ্গেও আমার পরিচয় হয়েছে, যারা প্রথম ডেটেই নিজে থেকে বিল মিটিয়ে দিতেন।’

অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সবসময় নিজেকে শীর্ষে রাখি। কিন্তু একবার এমন হয়েছিল যে আমার কাছে কোনও টাকা ছিল না। আমার অ্যাকাউন্টে মাত্র ১৮ টাকা পড়ে ছিল। এমন সময় একটি চরিত্রের জন্য ডাক এল।’ তিনি বলেন, ‘এটা একজন ছোট সাংবাদিকের ভূমিকা ছিল। একদিনের কাজ এবং আমি পেয়েছিলাম ৩০০০ টাকা। আমি কখনওই এমন চরিত্র করতে চাইনি, কিন্তু আমি তা নিয়েছিলাম টাকার জন্য। আমি গিয়ে শুটিং শুরু করেছিলাম। তবে আমার মন সেখানে ছিল না। তারপরেই একাধিক লিড চরিত্রে কাজ করার অফার আসে আমার কাছে।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর