টলিপাড়ায় নতুন জুটি, বিক্রমের সঙ্গে রোড ট্রিপে বেরোচ্ছেন দিতিপ্রিয়া

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা এবং ডিজিটাল দুনিয়ায় ইতিমধ‍্যেই কাজ করে ফেলেছেন তাঁরা। বাকি ছিল শুধু বড়পর্দাটা। সেটাও এবার সেরে ফেলতে চলেছেন বিক্রম চট্টোপাধ‍্যায় (vikram chatterjee) ও দিতিপ্রিয়া রায় (ditipriya roy)। খুব শিগগির নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। দীপাবলীর পরের দিনই প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়কে সঙ্গে নিয়ে সুখবরটা দিয়ে দিলেন বিক্রম দিতিপ্রিয়া। তাঁদের সঙ্গী হলেন আদিত‍্য সেনগুপ্ত।

দর্শকদের সঙ্গে আদিত‍্যর পরিচয় ‘প্রজাপতি বিস্কুট’ এর দৌলতে। ছবিতে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর আরো একটি পরিচয় আছে। তিনি খেয়ালী ঘোষ দস্তিদারের ছেলে, ইন্ডাস্ট্রির আদরের ‘বুশকা’। নিজে অভিনয়ের থেকেও অন‍্যকে দিয়ে অভিনয় করিয়ে তাঁর আনন্দ বেশি। জি বাংলা অরিজিন্যালস এ ‘শেষ মেস’ ছবিটি তৈরি করেছিলেন তিনি। জিৎ কোয়েলের ‘শেষ থেকে শুরু’র চিত্রনাট‍্য লিখেছেন তিনি। এমনকি তাঁর শর্ট ফিল্ম জায়গা পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবেও।

IMG 20211105 184055
তবে এই প্রথম বড়পর্দায় পূর্ণদৈর্ঘ‍্যের ছবি পরিচালনা করতে চলেছেন আদিত‍্য। অর্থাৎ জুটিও নতুন আর পরিচালকও নতুন। ছবির নাম এখনো ঠিক না হলেও জানা গিয়েছে, বিক্রম ও দিতিপ্রিয়াকে দেখা যাবে দুই বন্ধুর ভূমিকায়, যারা রোড ট্রিপে বেরিয়েছেন। এই রোড ট্রিপই জীবনের নতুন মোড়ে এনে দাঁড় করাবে তাঁদের। আদরের ‘বুশকা’র প্রথম পরিচালিত ছবির ঘোষনা করতে গিয়ে গর্বিত প্রসেনজিৎ। উচ্ছ্বসিত নায়ক নায়িকা বিক্রম ও দিতিপ্রিয়াও।

https://www.instagram.com/tv/CV4UrNMjpwe/?utm_medium=copy_link

অভিনেতা জানালেন, ২০১৭ সাল থেকে একসঙ্গে কাজ করার প্ল্যান হয়েছিল তাঁদের। অবশেষে সেটা সফল হচ্ছে। এই ছবির চিত্রনাট্য দুর্দান্ত, খুব সোজাসাপটা এবং ভালোবাসে ফেলার মতো। প্রজাপতি বিস্কুট ছবিতে আদিত‍্যর শ‍্যালিকার চরিত্রে অভিনয় করেছিলে দিতিপ্রিয়া। আর এই ছবিতে আদিত‍্যর পরিচালনায় অভিনয় করবেন তিনি। অফস্ক্রিনে বিক্রমের সঙ্গে তাঁর বন্ধুত্ব অনস্ক্রিনেও ছাপ ফেলবে বলে আশাবাদী দিতিপ্রিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর