বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের (Serial) পুরনো জুটিরা ফিরছে নতুন ভাবে। ‘কৃষ্ণকলি’ জুটি, ‘ত্রিনয়নী’ জুটিরা নতুন ভাবে ধরা দিচ্ছেন নতুন সিরিয়ালে। অনেক জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদেরও নতুন রূপে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। তালিকায় রয়েছে ‘ইচ্ছে নদী’ও (Icche Nodi)। বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং সোলাঙ্কি রায়ের (Solanki Roy) জুটি অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল সিরিয়ালটিকে। দর্শকদের প্রিয় অনুরাগ মেঘলা কি নতুন ভাবে ফিরে আসতে পারেন না?
সম্প্রতি এমনি প্রশ্নের সম্মুখীন হন পর্দার অনুরাগ ওরফে বিক্রম। বছর শেষে সোশ্যাল মিডিয়া অনুরাগীদের সঙ্গে আড্ডা জমিয়েছিলেন তিনি। যেকোনো প্রশ্ন করা যেতে পারে। সব উত্তর দেবেন তিনি, এমনটাই জানিয়েছিলেন বিক্রম। প্রিয় অভিনেতার কাছে প্রশ্নের ঝুলি উপুড় করে দিতে তাই দেরি করেননি অনুরাগীরা।
একজন প্রশ্ন করেছিলেন, ইচ্ছে নদী ২.০ কি কোনোদিন আসবে? উত্তরে বিক্রম লেখেন, নিশ্চয়ই। শুধু নামটা হবে ‘শহরের উষ্ণতম দিনে’। সঙ্গে সোলাঙ্কিকেও ট্যাগ করেছেন বিক্রম। সহ অভিনেতার সঙ্গে সহমত হয়ে তিনিও উত্তর দিয়েছেন, অবশ্যই।
না, ‘শহরের উষ্ণতম দিনে’ কোনো নতুন সিরিয়াল নয়, বরং আসন্ন একটি ছবি। এই ছবিতেই আবারো জুটি বাঁধতে দেখা যাবে বিক্রম সোলাঙ্কিকে। ইতিমধ্যেই শুটিং সারা হয়ে গিয়েছে ছবির। শহর কলকাতারই বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে হয়েছে শুটিং। তবে ছবির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
এই মুহূর্তে সোলাঙ্কি ব্যস্ত ‘গাঁটছড়া’র শুটিং নিয়ে। বেশ অনেকদিন হয়ে গেলেও এখনো টিআরপি তালিকায় ভালোই নম্বর তুলছে গাঁটছড়া। খড়ি ঋদ্ধি অর্থাৎ সোলাঙ্কি আর গৌরব চট্টোপাধ্যায়ের রসায়নও খুব পছন্দ দর্শকদের। এখনো পর্যন্ত সেরা দশের টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছে গাঁটছড়া।
অন্যদিকে বিক্রমও ব্যস্ত রয়েছেন নিজের ছবির কাজ নিয়ে। ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করে ফেলেছেন তিনি। আগামীতে আরো বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে। তার মধ্যে থেকে অন্যতম শহরের উষ্ণতম দিনে। বিক্রম সোলাঙ্কি জুটির ভক্তরা অপেক্ষায় রয়েছেন এই ছবির মুক্তির।