ঢাক পেটানোর বালাই নেই, চুপিচুপি প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিক্রান্ত মাসে

বাংলাহান্ট ডেস্ক: উপর্যুপরি বিয়ে বলিউডে। আজই সাত পাক ঘুরতে চলেছেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। অন‍্যদিকে শুক্রবার চুপিচুপি বিয়ে সেরেই নিলেন বিক্রান্ত মাসে (Vikrant Massey) ও শীতল ঠাকুর (Sheetal Thakur)। বহুদিনের প্রেমিকার গলাতেই মালা পরালেন বিক্রান্ত। সোশ‍্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

একেবারেই লুকিয়ে চুরিয়ে বিয়ে সেরেছেন বিক্রান্ত শীতল। উপস্থিত ছিলেন শুধুমাত্র দুজনের পরিবারের সদস‍্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। জানা যাচ্ছে, ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে বসেছিল বিয়ের আসর। যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরেছেন বিক্রান্ত। আর পাশে টুকটুকে লাল লেহেঙ্গায় সুন্দরী কনে শীতল।

274170915 366912441636101 2821 1200x1222 1
১৭ ফেব্রুয়ারি ছিল বিক্রান্ত ও শীতলের হলদি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার ‘দেশি গার্ল’ সঙ্গে নাচতে দেখা গিয়েছিল বর কনেকে। সোশ‍্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হলেও হেলদোল নেই বিক্রান্তের। এখনো পর্যন্ত বিয়ের কোনো ছবিই শেয়ার করেননি তিনি।

274118131 3156595064576799 743 1200x1433 1
কিছুদিন আগেই খবর মিলেছিল, প্রেম দিবসের দিনে ভারসোভায় নিজেদের বাড়িতেই আইনি বিয়ে সেরেছেন বিক্রান্ত ও শীতল। অনেকদিন ধরে পরিকল্পনার কোনো ব‍্যাপারই ছিল না। মাত্র কিছুদিন আগেই বিয়ের জন‍্য এই তারিখ তাঁরা ঠিক করেন বলে খবর। বর কনের পরিবার ও কিছু ঘনিষ্ঠ জনের উপস্থিতিতে নিজেদের সম্পর্কটাকে আইনি স্বীকৃতি দেন বিক্রান্ত শীতল।

https://www.instagram.com/p/CaH7Zu7pftQ/?utm_medium=copy_link

গত ২০১৯ সালেই জুনেই শীতলের সঙ্গে নিজের সম্পর্কটাকে প্রকাশ‍্যে এনেছিলেন অভিনেতা। বিক্রান্ত স্বীকার করেছিলেন যে শীতলের সঙ্গেই বাগদান সেরেছেন তিনি। পরবর্তীকালে ২০২০ তে একটি মিষ্টি ছবি শেয়ার করে প্রেমিকার জন‍্য আদুরে বার্তা দিয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর