বাংলার আবাস যোজনায় বিরাট কারচুপি! হাই কোর্টে জনস্বার্থ মামলা গ্রামবাসীদের

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্প আবাস যোজনায় (Awas Yojana) টাকা দেওয়ার আগে থেকেই অনিয়ম ঠেকাতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government Of West Bengal)। গত বছরের ডিসেম্বর থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অনিয়মের অভিযোগ। এবার এই প্রকল্প নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে এবার একটি  জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে।

হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা গ্রামবাসীদের

পুরুলিয়া জেলায় অনিয়মের অভিযোগ তুলে এই মামলা দায়ের করেছেন গ্রামবাসীরা। মামলাকারীদের বক্তব্য প্রকৃত উপভোক্তা হওয়া সত্বেও স্থানীয় প্রশাসন ইচ্ছাকৃতভাবেই তাদের নাম আবাস তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

পুরুলিয়া জেলার হুড়া থানার লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় এই অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে। সুনীল কুমার মাহাতো সহ বেশ কয়েকজন গ্রামবাসী এই মামলা দায়ের করেছেন। ওই মামলাকারীদের দাবি আবাস যোজনার মূল তালিকায় তাদের নাম ছিল। কিন্তু গত ১৮ ডিসেম্বর যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের পরিবর্তে ওই তালিকায় ঢোকানো হয়েছে অন্য ব্যক্তিদের নাম। পাকা বাড়ি রয়েছে এমন অনেকেই ওই তালিকায় স্থান পেয়েছেন।

আরও পড়ুন: নির্দেশ মানছে না কলকাতা পুরসভা! ক্ষুব্ধ হাইকোর্ট

মামলাকারীদের বিস্ফোরক অভিযোগ বিডিও এবং স্থানীয় প্রশাসন মিলিতভাবে এই কাজ করেছে। গত বছরের ডিসেম্বর থেকেই আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।

Calcutta High Court

প্রকল্পের নিয়ম অনুযায়ী শুধুমাত্র পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদেরই এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি নির্দেশিকায় উল্লেখ করা যদি কারও পাকা বাড়ি থাকে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একাধিক জেলা থেকে এই প্রকল্পে যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। এবার এই বিষয়টি নিয়েই এবার মামলা গড়াল হাইকোর্ট পর্যন্ত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর