আবাস কেলেঙ্কারির জের! তৃণমূল পঞ্চায়েত প্রধানকে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল গ্রামবাসী

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) পূর্বে বঙ্গে আবাস দুর্নীতিতে (Awas Corruption) জেরবার রাজ্যসরকার। দিন দিন লম্বা হচ্ছে দুর্নীতির তালিকা। আর সাথেই অস্বস্তি বাড়ছে শাসকদলের। এই আবহেই লাগাতার দুর্নীতির জেরে এবার ফরাক্কার (Farakka) তিলডাঙায় পঞ্চায়েত প্রধানকে (Panchayat Pradhan) কলার ধরে টানতে টানতে সালিশি সভায় নিয়ে গেলেন গ্রামবাসীরা।

বিগত কিছুদিন ধরে বঙ্গে নেমেছে দুর্নীতির ঢল। একদিকে নিয়োগ দুর্নীতি, অন্যদিকে তাকে টেক্কা দিয়ে এখন দুর্নীতির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে আবাস দুর্নীতি। আবাস প্লাস যোজনার তালিকা প্রকাশ হতেই চারিদিকে ধুন্ধুমার অবস্থা। শাসকদলের প্রশাসনের বিরুদ্ধে দিকে দিকে বিক্ষোভে সামিল হয়েছেন সকলে , এবার সেই বিক্ষোভের জেরেই প্রধানকে শাস্তি দিতে তাঁর বাড়ি পৌঁছে গেলেন গ্রামবাসীরা।

এরপরেই আরেক অবাক করা কাণ্ড। এদিন প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে কয়েকশো মানুষ প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাতেও ক্ষোভ না মিটলে শেষমেষ পঞ্চায়েত প্রধানকে নিজ বাসভবন থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসেন গ্রামবাসীরা । তারপর প্রকাশ্য রাস্তায় কলার ধরে টানতে টানতে প্রধানকে নিয়ে যাওয়া হয় সালিশি সভায় ।

এরপরেই হল কাজ। শেষপর্যন্ত গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আবাস তালিককায় দুর্নীতির কথা স্বীকার করে নেন পঞ্চায়েত প্রধান। এরপর ঘটনা হাতের বাইরে যেতে শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ বাহিনী।   নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

pmay

গ্রামবাসীর অভিযোগ, ব্যাপক হারে দুর্নীতি হয়েছে আবাস এর তালিকায়। ধনী, বিত্তবানদের নামে ভরেছে সেই তালিকা। অন্যদিকে তালিকা থেকে বঞ্চিত সাধারণ হত দরিদ্র মানুষেরা। পাশাপাশি,  দ্রুত সংশোধিত তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে তাঁরা। খোদ পঞ্চায়েত প্রধানকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর