প্লাস্টিকে মুখ আটকা অবস্থায় বাচ্চাদের স্তন্যপান করাচ্ছিল এক কুকুর, রক্ষা করলো গ্রামবাসীরা

মাথায় আটকে রয়েছে একটি প্লাস্টিকের কৌটো তাও নিজের সন্তান দের ক্ষিদে মেটাতে ভোলেন নি মা । মাতো মা হয় সে মানুষ হোক আর যেকনো জন্তুই হোক ।  ঠিক এরকম এক চিরাচরিত ঘটনার সাক্ষি হয়ে রইলো পুর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার কয়রাপুর গ্রাম।

মাতায় আটকে গেছে কৌটো আর এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছানাদের দুধ খাওয়াচ্ছে ওই কুকুর।কিছুদিন আগেই তার পাচ টি বাচ্চা হয়েছে বলে জানা গিয়েছে।  তিনদিন ধরে ওই অবস্থার মধ্যে রয়েছে কয়রাপুর গ্রামের রাস্তার এই কুকুরটি । আর সেই নিয়ে দিব্বি খাইয়েছে তার ছানাদের । স্থানীয়রা কুকুরটির মাথা থেকে কৌটোটা খোলার চেষ্টা করেছেন। কিন্তু কুকুরটি দৌড়াদৌড়ি শুরু করায় তারা পারেননি বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

WhatsApp Image 2020 02 10 at 17.46.50

 

 

 

 

স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বলেছেন  “তিনদিন আগে দেখি কুকুরটার মাথায় কৌটোটা আটকে গিয়েছে। কারও বাড়িতে খেতে গিয়ে এটা হয়েছে। তারপর থেকে কুকুরটি যন্ত্রণায় কাতরাচ্ছে। খেতে পায়নি। তবুও নিজেদের সন্তানদের দুধ দিচ্ছে। আমরা আশঙ্কা করছি এভাবে আর দু একদিন থাকলে ও না খেতে পেয়ে মারা যাবে।” তবে কি করে তার মুখে এই লেগে গেলো তা কেউ জানেন না। কিন্তু অনেক চেস্টা করার পরেও গ্রামের লোকরা তা খুলতে পারেনি। এরপর তারা বন দপ্তরের লোকদের খবর দেয়। কিন্তু এসব জিনিস ছাপিয়ে গিয়েছে মুল্যবোধকে ।

মা আর সন্তানের ভালোবাসা যে সবথেকে সুন্দর আর তীব্র তা নতুন করে বলার অপেক্ষা রাকে না আর । এর থেকেও বেশি হল নিজের জীবন বিপন্ন হলেও পশু হয়ে সে তার মায়ের কর্তব্য কিন্তু ভোলেনি। নিজের কস্ট ভুলে সে তার বাচ্চাদের খাইয়ে গেছে । আর কতদিন এভাবে থাকতে হবে জেনে বেশ চিন্তায় ছিলেন গ্রামের বাসিন্দারা । তবে সেই নিয়ে তারা বন দপ্তর কে খোজ দিলে তারা এসে ওই কুকুরকে উদ্ধার করে।

সম্পর্কিত খবর