কয়লা ও গরু পাচার কান্ডে অভিযুক্ত বিনয় মিশ্রকে আবারও হাজিরার নির্দেশ, সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা

বাংলাহান্ট ডেস্কঃ বারবার হাজিরার নির্দেশ অগ্রাহ্য করায় কয়লা ও গরু পাচার চক্রের অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের (vinay mishra) বিরুদ্ধে এক বড় পদক্ষেপ নিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। বারবার হাজিরা দেওয়ার নির্দেশ অমান্য করায় এবার বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত।

লুকআউট নোটিস, গ্রেফতারি পরোয়ানা জারি করেও কোন লাভ হয়নি। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও একাধিকবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। তাঁর বাড়িতেও তল্লাসি অভিযান চালানো হয়েছিল। তা সত্ত্বেও একবারও হাজিরা দেয়নি বিনয় মিশ্র।

cbi 3

এবার বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করে আবারও হাজিরা দেওয়ার নির্দেশ দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ২২ শে মার্চের মধ্যে বিনয় মিশ্র আদালতে হাজিরা না দিলে, তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত।

বিনয় মিশ্রের পাশাপাশি আরও এক অভিযুক্ত লালার এখনও কোন খোঁজ মেলেনি। এই অনুপ মাঝি ওরফে লালার সন্ধান করতে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনকি আজও সকালে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী জয়দেব মণ্ডলের দুটো বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। তা সত্ত্বেও কোন খোঁজ পাওয়া যায় না।

Smita Hari

সম্পর্কিত খবর