টালা থানার ওসি গ্রেফতার হতেই বিপাকে বিনীত গোয়েল? বিরাট পদক্ষেপের পথে CBI! তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ, খুনের মামলায় শনিবার গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গতকাল গ্রেফতার করা হয়েছে তাঁকে। এরপরেই সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Kumar Goyal) তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • সিবিআই স্ক্যানারে বিনীত (Vineet Kumar Goyal)?

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, মূলত কর্তব্যে গাফিলতির দায়ে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, সিবিআই (CBI) কর্তাদের অনুমান, ইচ্ছা করে এই ‘গাফিলতি’ করেছেন অভিজিৎ। কিন্তু কেন এমনটা করলেন তিনি? কার নির্দেশে? আপাতত এমনই নানান প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

  • বিনীতকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই!

ইতিমধ্যেই টালা থানার ওসিকে বেশ কয়েকবার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল রাতভর তাঁকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। সেখানে গোয়েন্দাদের হাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশ্যালকেও জেরা করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ দিল্লির মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন কেজরিওয়াল! জেল থেকে বেরিয়েই বিরাট ঘোষণা আপ সুপ্রিমোর

সূত্র মারফৎ জানা যাচ্ছে, দু’জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে কলকাতার পুলিশ কমিশনার বিনীতের (Vineet Kumar Goyal) ভূমিকা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে, টালা থানার ওসির বয়ানেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ঘটনাক্রম থেকে শুরু করে কল রেকর্ড, সিবিআইয়ের হাতে যে তথ্য এসেছে, তার সঙ্গে অন্যান্য সাক্ষীদের বয়ানে অসঙ্গতি রয়েছে। কেন্দ্রীয় এজেন্সির কথায়, কলকাতা পুলিশের ইনস্টিটিউশনাল হেড হিসেবে এগুলি দেখার দায়িত্ব ছিল বিনীতের।

Vineet Kumar Goyal

এখানেই শেষ নয়! জানা যাচ্ছে, সিবিআইয়ের হাতে যে কল রেকর্ড রয়েছে, সেখানে টালা থানার ওসির সঙ্গে বিনীতের (Vineet Kumar Goyal) কথোপকথন হয়েছে দেখা যাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে নাকি অভিজিৎ এড়িয়ে যান। সব মিলিয়ে, সিপি বিনীত গোয়েলের ভূমিকা এবার প্রশ্নের মুখে পড়ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এবার তাঁকে তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। রিপোর্ট বলছে, এরপরেই বিনীতকে তলব করা হতে পারে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর