মঙ্গল দুপুরে আচমকাই মমতার বাড়িতে হাজির বিনীত! ‘আসল কারণ’ ফাঁস হতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। এই দাবি সামনে রেখে লালবাজার অভিযানও করেছিলেন তাঁরা। অবশেষে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, মঙ্গলবার বিকেলে কলকাতার সিপির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে তাঁকে। গতকাল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

  • আচমকাই মমতার (Mamata Banerjee) বাড়িতে বিনীত

আজ বিকেল ৪টে নাগাদ কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) পদ থেকে বিনীতকে অব্যাহতি দেওয়া হবে। এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন কারোর হাতে। পরবর্তী সিপি কে হবেন, এখন এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এই আবহে আজ দুপুরে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হাজির হলেন তিনি।

   
  • বিনীতের পছন্দের জায়গাতেই পোস্টিং দেওয়া হবে

গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিনীতের (Vineet Kumar Goyal) পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে। এরপর নতুন সিপি কে হবেন সেই নিয়ে বেশ কয়েকজন পুলিশকর্তার নাম নিয়ে চর্চা চলছে। এসবের মাঝে আজ দুপুর ১:১৫ নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন বিনীত। রিপোর্ট অনুযায়ী, পুলিশ সার্ভিসের কোনও পদ থেকে সাধারণত পদত্যাগ করা যায় না। এই ধরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদ থেকে অপসারণের পর নতুন কারোর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ১৫ লাখের জন্য ডাক্তার খুন? আরজি কর কাণ্ডে তোলপাড় করা মোড়! CBI-এর হাতে নয়া তথ্য

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বদলি সম্বন্ধিত বিষয়ে আলোচনার জন্য আজ দুপুরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিনীত। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের পর তাঁকে কোন পদে বসানো হবে সেটা এখনও জানা যায়নি। কবে এই বিষয়ে ঘোষণা করা হয় সেদিকে নজর সকলের।

Mamata Banerjee Vineet Kumar Goyal

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় প্রথম থেকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এরপর ১৪ আগস্ট হাসপাতালে হামলা, ভাঙচুরের ঘটনার পর আরও অস্বস্তি বাড়ে। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনেকদিন ধরেই বিনীতের পদত্যাগের দাবিতে আন্দোলন করা হচ্ছিল। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, বিনীত নিজে ইস্তফা দিতে চেয়েছিলেন। তবে দুর্গাপুজো আসছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে সেই আবেদন মঞ্জুর করা হয়নি। তবে গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর বিনীতের অপসারণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর