রাজনীতির ময়দানে নাম লেখালেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া, যোগ দিলেন কংগ্রেসে

বাংলা হান্ট ডেস্ক: কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) এবং বজরং পুনিয়া (Bajrang Punia) শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসে যোগ দেওয়ার আগে, তাঁরা দলের সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনেও পৌঁছেছিলেন। সেখানে বৈঠকের পরে, খড়গে ছবি শেয়ার করে লিখেছেন যে, “আমরা আপনাদের দু’জনকে নিয়ে গর্বিত।” সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের টিকিটে হরিয়াণা বিধানসভা থেকে নির্বাচনে লড়বেন ভিনেশ ফোগাট।

রাজনীতির ময়দানে নাম লেখালেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও বজরং পুনিয়া:

অপরদিকে, বজরং পুনিয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পাশাপাশি, তিনি হরিয়াণা বিধানসভা নির্বাচনের জন্য হরিয়াণা কংগ্রেসের প্রচার কমিটির সহ-সভাপতি নিযুক্ত হতে পারেন। জানিয়ে রাখি যে, এর আগে গত বুধবার ভিনেশ (Vinesh Phogat) এবং বজরং বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাথেও দেখা করেছিলেন। তারপরেই তাঁদের কংগ্রেসে যোগদানের বিষয়ে জল্পনা আরও তীব্র হয়েছিল।

Vinesh Phogat and Bajrang Punia entered the political arena.

উল্লেখ্য যে, হরিয়াণায় বিধানসভা নির্বাচন আগামী ৫ অক্টোবর সম্পন্ন হবে। পাশাপাশি, আগামী ৮ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে। এদিকে, কংগ্রেসে যোগদানের ঠিক আগে, ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় রেল থেকে পদত্যাগ করেছিলেন। তিনি তাঁর পদত্যাগপত্রের একটি ছবি “X” মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, “ভারতীয় রেলে সেবা করা আমার জীবনের একটি স্মরণীয় এবং গর্বিত সময়।”

আরও পড়ুন: জমে যাবে আগামী বছরের IPL! এবার এই দলে এন্ট্রি নিলেন রাহুল দ্রাবিড়, হয়ে গেল ঘোষণা

জানিয়ে রাখি যে, ভিনেশ (Vinesh Phogat) উত্তর রেলে অফিসার অন স্পেশাল ডিউটি ​​(ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন যে, “আমার জীবনের এই সন্ধিক্ষণে, আমি নিজেকে রেলের পরিষেবা থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ভারতীয় রেলের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।” তিনি জানান, “দেশের সেবা করার জন্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ভারতীয় রেলওয়ের পরিবারের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব।”

আরও পড়ুন: এবার বদলে যাবে এই সেক্টরের চেহারা! টাটা-মাহিন্দ্রাকে টক্কর দিতে বিরাট পদক্ষেপ নিলেন অনিল আম্বানি

উল্লেখ্য যে, ভিনেশ ফোগাট (Vinesh Phogat) প্যারিস অলিম্পিকে ৫০ কেজি বিভাগে দুর্ভাগ্যবশতভাবে সোনার পদকের ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। নির্ধারিত ওজনের চেয়ে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি ছিল। এদিকে, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) যুগ্ম রুপো পদক দেওয়ার জন্য তাঁর আবেদনও খারিজ করেছিল। এদিকে, ওই ম্যাচে অংশগ্রহণ করতে না পেরে তিনি একদিন পর অর্থাৎ ৮ অগাস্ট কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন। ভিনেশ দেশে ফিরে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, তিনি তাঁর খুড়তুতো বোন ববিতার মতো সক্রিয় রাজনীতিতে নামবেন। এবার সেই জল্পনাই সত্যি হল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর