ভারতীয়দের কাছে বড় ধাক্কা। ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat) সোনার ম্যাচের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে ফাইনালে সে অংশগ্রহণ করতে পারবে না। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে, ওজনের সময় তাঁর প্রায় ১০০ গ্রাম বেশি ছিল ৫০ কেজির ক্যাটাগরি অনুসারে। এই সম্পর্কে একজন ভারতীয় কোচ বলেছেন ‘আজ সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া গেছে।
এটি অনুমোদন করে না এবং তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’ এতে ভারতের বিরাট আশা ভঙ্গ হয়ে গিয়েছে। ভিনেশ ফাইনালে যাওয়ার পর থেকেই আনন্দে লাফিয়ে উঠছিল গোটা ভারত। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে। আনন্দ মাটিতে মিশে গিয়েছে এক মুহূর্তেই। কয়েকদিন আগে, কুস্তিগীর ভিনেশ ফোগাট, প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে জায়গা করে নেন।
ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat) সোনার ম্যাচের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে
গত দুই অলিম্পিকের হতাশা এবং ভারতের রেসলিং ফেডারেশনের সাথে দীর্ঘ বিরোধ থেকে উদ্ভূত মানসিক সমস্যাকে পেছনে ফেলে ভিনেশ প্রথম রাউন্ডে আগের অলিম্পিক চ্যাম্পিয়নকে পরাজিত করেন। এই বিপর্যস্ত জয়ের পর, তিনি অভিজ্ঞ ইউক্রেনীয় কুস্তিগীরকে পরাজিত করেন এবং শেষ চারে তার স্থান নিশ্চিত করেন। জানা গিয়েছে, ভিনেশ ইতিমধ্যেই এই সম্পর্কে জানতেন। এই কারণেই তিনি বাউটের পরে স্কিপিং করতে গিয়েছিলেন।
স্কিপিং করার মূল উদ্দেশ্য ছিল শরীরে বাড়িটি ১০০ গ্রান ঝরিয়ে ফেলা। যাতে তার ওজন নিয়ন্ত্রণ করা যায়। তবে এটি ঘটেনি। তাঁর ওই ১০০ গ্রাম বাড়তি ওজন ভারতের সমস্ত আশায় জল পড়ে গিয়েছে। তবে দল, কোচ প্রত্যেকেই জানিয়েছেন, তাঁরা ভিনেশের পাশে রয়েছেন। তাই নিজের লক্ষ্য স্থির রেখে তাঁকে এগিয়ে যেতে পরামর্শও দিয়েছেন।