বাংলা হান্ট ডেস্কঃ যোধপুরে লাউডস্পিকার নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আর এবার আবারও দুই পক্ষের মধ্যে হানাহানি শুরু হয়েছে। ঈদের নামাজের সময় এ হট্টগোল হয় বলে জানা গেছে। হট্টগোল ঠেকাতে লাঠিচার্জ করেছে পুলিশ। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেলও ব্যবহার করে।
জানা যাচ্ছে সেখানে ফ্ল্যাগমার্চ শুরু করেছে পুলিশ। তথ্যমতে, আজ ঈদের নামাজের সময় প্রচণ্ড ভিড় জমে, তখনই এই হট্টগোল শুরু হয়। বিক্ষোভকারীরা প্রায় ডজন খানেক গাড়ি ভাঙচুর করেছে। যানবাহনের কাঁচ ভেঙে দিয়েছে। পুলিশের চারটি গাড়িও ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বিজেপি বিধায়ক সূর্যকান্ত ব্যাস সহ অনেক বিজেপি নেতা সেখানে ধরনা দিয়েছেন।
এর আগে লাউডস্পিকার ও পতাকা সরানোকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে যোধপুরের জালোরী গেট চৌরাস্তায় দুই পক্ষের মধ্যে পাথর ছোড়ার ঘটনা ঘটে। একই জায়গায় ফের তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, জালোরী এলাকায় স্বাধীনতা সংরাকমি বাল মুকুন্দ বিসসার মূর্তির ওপর পতাকা এবং ঈদের জন্য টাঙানো ব্যানারের বিরুদ্ধে স্লোগান দেয় এক সম্প্রদায়ের লোকজন।
जोधपुर में हुई यह घटना पुलिस इंटेलीजेंस पर सवालिया निशान है। मुख्यमंत्री जी, स्वयं के गृह जिले में कारित हुई इस घटना का दोषारोपण अब किसको देंगे ? क्या अब वह अपनी आदत के अनुसार खुद की नाकामी का ठीकरा प्रधानमंत्री, गृहमंत्री और भाजपा के राष्ट्रीय अध्यक्ष पर फोड़ेंगे ?
— Rajendra Rathore (@Rajendra4BJP) May 3, 2022
বিক্ষোভকারীরা পতাকা ও ব্যানার খুলে ফেলে যার জেরে শুরু হয় অশান্তি। এতে অন্য সম্প্রদায়ের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় পাথর ছোড়াছুড়ি।
जोधपुर, मारवाड़ की प्रेम एवं भाईचारे की परंपरा का सम्मान करते हुए मैं सभी पक्षों से मार्मिक अपील करता हूं कि शांति बनाए रखें एवं कानून-व्यवस्था बनाने में सहयोग करें।
— Ashok Gehlot (@ashokgehlot51) May 3, 2022
গভীর রাতে যোধপুর শহরে পাথর ছোড়ার ঘটনার পর জেলা কালেক্টর হিমাংশু গুপ্তা রাত ২টো নাগাদ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ জারি করেন। মঙ্গলবার ১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সংবেদনশীল এলাকা ও ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে গভীর রাতে পাথর নিক্ষেপে আহত হয়েছেন ডিসিপি ভুবন ভূষণ যাদব, এসএইচও অমিত সিয়াগ সহ দুই কনস্টেবল।