তৃণমূলের CAA/NRC এর প্রতিবাদমঞ্চে চললো অশ্লীল নাচ-গান, নিন্দায় সরব বিরোধীরা

বাংলাহান্ট ডেস্কঃ মঞ্চে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ছবি দিয়ে বড়ো ব্যানার, এবং তাতে রয়েছে সিএএ-এনআরসি (CAA-NRC) বিরোধী শ্লোগান। কিন্তু মঞ্চ কাপিয়ে তুলল দুই যুবতীর অশ্লীল নাচ। আর এই ঘটনাকে কেন্দ্র করে সমাচোলনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। মালদহের হরিশ্চন্দ্র ব্লকের এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই বিপাকে পড়েন স্থানীয় তৃণমূল নেতারা । তবে এখনও এই বিষয়ে তাঁরা কোনরূপ মন্তব্য করেননি। তবে বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন তাঁরা।

dance
ঘটনাটি ঘটে মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুর ব্লকে। সেখানকার ব্লকের যুব সভাপতি বুলবুল খানের (Bulbul khan) উদ্যোগে বিশ্ব নাথ মেমোরিয়াল ক্লাবে একটি টিটুয়েন্টি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়। মঞ্চজুড়ে টানানো হয় মুখ্যমন্ত্রীর ছবি। এবং এর সাথে ছিল সিএএ-এনআরসি বিরোধী স্লোগান। আর সেই মঞ্চেই দুই যুবতীর স্বল্প পোষাকে অশ্লীল নাচকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়।

জেলা কংগ্রেসের সম্পাদক কালি সাধন রায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, যে কোনও রাজনৈতিক দলের যে কোনও বিষয়ে প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে মুখ্যমন্ত্রী পোস্টারের সঙ্গে তাঁদের এই অশ্লীল নাচের অনুষ্ঠান তাঁদের নিম্নমানের রুচির পরিচয় দেয়। এই বিষয়টা মেনে নেওয়া কঠিন। যেখানে দেশের গণ্যমান্য ব্যক্তিরা কোন কিছু মান্য করে না, সেখানে সাধারণ মানুষের থেকে এর বেশী আর কি বা আশা করা যায়।

ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় (Ajay Gangopadhyay) জানিয়েছেন, তৃণমূলের (TMC) ধরণ হল খেলার নামে এইসমস্ত অশ্লীল অনুষ্ঠান করা। তাদের কাছ থেকে এটাই কাম্য। তাই যারা এধরনের অনুষ্ঠানের সম্মতি দিয়েছে, শাসকদলের যুবরা তাঁদের যোগ্য জবাব দেবে।


Smita Hari

সম্পর্কিত খবর