বাংলাহান্ট ডেস্ক : সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তুমুল বিক্ষোভ আশা কর্মীদের। মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান ডেকেছিল আশা কর্মী ইউনিয়ন। সেই কর্মসূচিতে বাধা দিতে গেলে আশা কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এর ফলে অসুস্থ হয়ে পড়েন একজন। তখন তাকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই অভিযানে অংশ নেওয়া আশা কর্মীদের বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকার তঞ্চকতা করছে তাদের সাথে। আশা কর্মীদের জড়িয়ে দেওয়া হচ্ছে সমস্ত কাজের সাথে। কিন্তু ন্যায্য পারিশ্রমিক মিলছেনা।
এক আশা কর্মীর বক্তব্য, “মা ও শিশুদের যত্ন নেওয়া আমাদের কাজ। কিন্তু মাধ্যমিক পরীক্ষা নিরাপত্তা থেকে সরকারের বিভিন্ন কাজের সমীক্ষা আমাদের করতে হচ্ছে। অথচ আমাদের পারিশ্রমিক দিচ্ছেনা।”
এরই সাথে আশা কর্মীদের দাবি রয়েছে স্থায়ী কর্মীর মর্যাদা, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ মোট ১২ দফা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন আশা কর্মীদের বেতনের ব্যাপারে। মুখ্যমন্ত্রীর কথায়, আশা ও আইসিডিএস এর মেয়েদের টাকা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কিন্তু আমি তো তাই বলে বন্ধ করে দিতে পারি না।
অন্যদিকে, আশা কর্মীরা জানাচ্ছেন, এই অগ্নিমূল্যের বাজারে সামান্য কিছু টাকা বেতনে তাদের সংসার চলছে না। মহিলা আশা কর্মীদের অভিযোগ এদিন আন্দোলনরত আশা কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন পুরুষ পুলিশরাও। এর আগে স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থানে বসেছিলেন আশা কর্মীদের একাংশ। এরপর পুলিশ মাঝরাতে তাদের ভ্যানে তুলে ধর্মতলা, শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দেয়। আশা কর্মীদের অভিযোগ একাধিকবার স্বাস্থ্য ভবনকে জানিয়েও তাদের সমস্যার কোন সুরাহা হয়নি।