স্কুল শিক্ষকদের উপর নির্যাতনের অভিযোগ, মৃত্যু ছাত্রীর! রণক্ষেত্রর চেহারা নিল তামিলনাড়ু

বাংলাহান্ট ডেস্ক : এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নিল তামিলনাড়ু। রবিবার আবাসিক স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। তারজেরে রীতিমতো তুলকালাম হয়ে গেল তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায়। চিন্না সালেম এলাকার কাছে কানিয়ামুরে অবস্থিত ওই স্কুলের ছাত্রীর মৃত্যুতে নজিরবিহীন হিংসার সাক্ষী হল গোটা এলাকা। বিক্ষোভকারীরা ওই স্কুলের ভিতরে ঢুকে ব্যাপক ভাবে ভাঙচুর করে ও বেশ কয়েকটি স্কুল বাসে আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর আগে লেখা একটি চিঠিতে স্কুল ছাত্রী স্কুলেরই দুই শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে বলেই জানা গিয়েছে।

ব্যাপক হিংসাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাগু করা হয় ১৪৪ ধারা। পরবর্তীতে ৫০০ জন অতিরিক্ত পুলিশ বাহিনীকে এলাকা টহল দেওয়ার জন্য নামানো হয়।তামিলনাড়ু পুলিশের ডিজিপি শৈলেন্দ্র বাবু জনিয়েছেন, “স্কুলে হামলা ও বাসে আগুন লাগানোর ঘটনা যারা অভিযুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।”

   

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন,”প্রথমদিকে একটি ছোট দল স্কুলে পৌঁছায় বিক্ষোভ জানাতে। তাদের মোকাবিলা করার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ মজুদ রাখা ছিল। কিন্তু আচমকা বহু মানুষ ঢুকে পড়েন স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা ওই এলাকায় অতিরিক্ত ৫০০ পুলিশ বাহিনী মোতায়েন করেছি।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো কথা বলেছেন। ঘটনার তীব্র নিন্দা করে তিনি সকলকে শান্তি বজায় রাখার অনুরোধও করেন। তার বার্তা,”এই হিংসার ঘটনা দেখে আমি উদ্বিগ্ন। আপনারা সবাই শান্তি বজায় রাখুন। দোষীদের উপযুক্ত শাস্তি হবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর