চমকের পর চমক! অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত VIP অতিথিরা পেলেন ২ কোটির স্পেশাল গিফট

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ সম্প্রতি সম্পন্ন হল। অনন্ত গাঁটছড়া বাঁধলেন রাধিকা মার্চেন্টের (Anant-Radhika Wedding) সাথে। গত শুক্রবার অর্থাৎ ১২ জুলাই তাঁরা বাধা পড়েন সাতপাকে। এদিকে, জমকালো এই বৈবাহিক অনুষ্ঠান (Anant-Radhika Wedding) বিগত কয়েক সপ্তাহ ধরেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে অংশগ্রহণ করেছিলেন দেশ-বিদেশের একাধিক অতিথি। শুধু তাই নয়, বিনোদন থেকে শুরু করে রাজনীতি এবং খেলাধূলা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এমতাবস্থায়, জানা গিয়েছে যে আম্বানির VIP অতিথি এবং অনন্ত আম্বানির বন্ধুরা এই অনুষ্ঠানে এসে একটি বিশেষ উপহার পেয়েছেন। যেটির মূল্য প্রায় ২ কোটি টাকা।

অনন্ত-রাধিকার (Anant-Radhika Wedding) বিয়েতে VIP অতিথি ও ঘনিষ্ঠরা পেয়েছেন এই উপহার:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অনন্ত আম্বানি বন্ধুদের তালিকায় একাধিক বড় নাম রয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন মিজান জাফরি থেকে শুরু করে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া এবং বীর পাহারিয়ার মতো ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, অনন্ত আম্বানি তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের বিশেষ উপহার হিসেবে বিলাসবহুল ব্র্যান্ড Audemard Piguetg-এর ঘড়ি উপহার দিয়েছেন। যেটির মূল্য প্রায় ২ কোটি টাকা। সূত্রকে উদ্ধৃত করে একটি রিপোর্টে বলা হয়েছে যে, এই বিলাসবহুল ঘড়িগুলি অনন্ত আম্বানির বিয়েতে (Anant-Radhika Wedding) উপস্থিত সমস্ত VIP অতিথিদের উপহার দেওয়া হয়েছে। যেগুলি বিশেষভাবে অতিথিদের জন্য আম্বানি পরিবার দ্বারা অর্ডার করা হয়েছিল।

   

VIP guests attending Anant-Radhika wedding received special gift.

লিমিটেড এডিশনের ঘড়ি: প্রসঙ্গত উল্লেখ্য যে, 18K রোজ গোল্ড দিয়ে তৈরি, এই ঘড়িতে স্যাফায়ার ক্রিস্টাল সহ একটি ডার্ক ব্লু ডায়াল রয়েছে। অনন্ত আম্বানি (Anant-Radhika Wedding) এই লিমিটেড এডিশনের ঘড়ি ২৫ টি অর্ডার দিয়েছিলেন তাঁর প্রিয়জন এবং বন্ধুদের উপহার দেওয়ার জন্য। রিপোর্ট অনুযায়ী, এই ঘড়ির দাম ২,৫০,০০০ ডলার। যেটি ভারতীয় মুদ্রায় প্রায় ২,০৮,৭৯,০০০ টাকা। শাহরুখ খান থেকে রণবীর সিং, মিজান জাফরি ​​থেকে বীর পাহারিয়াকে উপহার হিসেবে প্রাপ্ত এই ঘড়ি প্রদর্শন করতে দেখা গেছে।

আরও পড়ুন: ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চিন্তিত মোদী! দিলেন বড় প্রতিক্রিয়া, তীব্র নিন্দা রাহুল গান্ধীর

আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী মোদী: জানিয়ে রাখি যে, গত ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ে (Anant-Radhika Wedding) সম্পন্ন হওয়ার পরে গত ১৩ জুলাই অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছিলেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করেন। এদিকে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু থেকে আদিগুরু শঙ্করাচার্যও উপস্থিত হয়েছিলেন সেখানে।

আরও পড়ুন: বাজারে সবজি কিনতে গিয়েই পকেট ফাঁকা হচ্ছে মধ্যবিত্তদের! হু হু করে বাড়ছে দাম, সামনে এল কারণ

আশীর্বাদ অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি: আশীর্বাদ অনুষ্ঠানের বক্তৃতাকালে মুকেশ আম্বানি জানান যে, সনাতন ধর্মে বিবাহকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। তিনি অনন্ত ও রাধিকাকে (Anant-Radhika Wedding) আশীর্বাদ করতে আসা সমস্ত সাধু ও অন্যান্য অতিথিদের ধন্যবাদ জানান। তিনি জানান যে, “আমাদের কুলদেবতা, গ্রাম দেবতা, ইষ্টদেবতা এবং ভগবানের আশীর্বাদ বর-কনের ওপর বর্ষিত হোক। জয় শ্রী কৃষ্ণ।” মুকেশ আম্বানি এটাও বলেছিলেন যে, “দেবী লক্ষ্মী যেমন ভগবান বিষ্ণুর মনে বাস করেন, অনন্তও রাধিকাকে তাঁর হৃদয়ে রাখবেন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর