বাংলা হান্ট ডেস্ক: পুজো আসছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কোন কোন মণ্ডপে প্যান্ডেল হপিং করা হবে সেই ছক কষে ফেলছে বাঙালি। আর তার সাথেই চলছে ম্যাগাজিন কিনে কলকাতার নাম করা কিছু প্যান্ডেলের ভি আই পি পাস জোগাড় করার চেষ্টা। ভি আই পি পাস। পুজোয় মণ্ডপে লম্বা লাইন আর ভিড়ে ঠাসাঠাসি থেকে বাঁচতে অনেকেই পুজোর আগে এই ভি এই পি পাস জোগাড় করার চেষ্টায় লেগে যায়। একবার পাস পেয়েগেলে ব্যস। কেল্লাফতে। কিন্তু এবার সেই দিন শেষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে থাকবেনা আর কোনো ভি আই পি পাস।
ভি আই পি পাস নিয়ে মণ্ডপে ঢোকা আর নয়। তবে মাথা খাটিয়ে বিকল্প বার করেছে পুজো কমিটি গুলো। ভি আই পি পাস এর জায়গায় এবার থাকবে ইনভাইটি কার্ড। ভি আই পি কার্ডের বদলে ক্লাব ইনভাইটি বা ক্লাব অতিথি বলে বিশেষ ধরনের কার্ডের ব্যবস্থা করছে পুজো কমিটি গুলো । এই কার্ডের মাধ্যমে এলাকার মানুষজন বা যারা যুক্ত আছে সেই কমিটির সাথে বা কোনো বিশেষ ব্যাক্তি ভিড় ছাড়াই প্রবেশ করতে পারবে মণ্ডপে।এইদিন পুজো কমিটি ছাড়া নানান ম্যাগাজিন ও সংস্থা থেকেও কার্ড পাওয়া যেত। ফান্ড জোগাড় করার জন্য টাকার বিনিময় পাস পেত ফোরাম ফর দুর্গোৎসব ও। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারন সম্পাদক শাশ্বত বসু একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে, ফান্ডের প্রয়োজন তাদেরও হয়। ছোট ছোট ক্লাব গুলিকে সাহায্য করার জন্য একটি নোবেল কজ এ এটি করা হতো। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, এতদিন ভি আই পি পাসের কোনো হিসেব না থাকায় বিভিন্ন সংস্থা পাস ছাপিয়ে ব্যবসা করতো। নতুন এই ব্যবস্থায় সেই সমস্যাও মিটবে বলে মনে করছেন তারা।এখন প্রশাসনের তরফ থেকে বারণ হওয়ার ফলে কেউ তাদের অজান্তেই পাস নিয়ে ব্যবসা করতে পারবেনা আর তারাও আর অনুমতি দিতে পারবেনা।