OLX  এ বিক্রি হচ্ছে কার্গিল যুদ্ধের বিমান! ভাইরাল বিজ্ঞাপনে বিতর্ক চরমে

বাংলাহান্ট ডেস্কঃ পুরোনো জিনিস বেচার জন্য ভারতে জনপ্রিয় ওয়েবসাইট OLX। পুরোনো আসবাব থেকে মোবাইল ফোন এই সাইটে বিক্রি হয় অনেক কিছুই। অনেকে মজা করে নিজের পুরোনো স্বামী বিক্রি প্রসঙ্গেও ঠাট্টা করেছেন। তা বলে দেশের ঐতিহাসিক যুদ্ধ স্মারক? বিজ্ঞাপন ভাইরাল (viral) হতেই বিতর্ক চরমে।

images 11 17

ভারতের ইতিহাসের অন্যতম অংশ কার্গিল যুদ্ধ। এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মিগ বিমান৷ ভারতের ইতিহাসের অংশ এই MiG-23 বিক্রির কথা লেখা হয়েছিল OLX-এ। বিজ্ঞাপনে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত MiG-23 যুদ্ধ বিমানটির দাম ধার্য করা হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা। ২০০৯ সালে ভারতীয় বায়ুসেনা পক্ষ থেকে বিমানটি বিশ্ববিদ্যালয়কে উপহার হিসাবে দেওয়া হয়েছিল।

images 12 16

আর এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। তুমুল বিতর্কের কারনে OLX বিজ্ঞাপনটিকে সরিয়ে নেয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে জানানো হয়েছে , এমন কোনও বিজ্ঞাপন তাঁরা দেননি। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Kargil
কার্গিলের যুদ্ধ/ Kargil War

প্রসঙ্গত, ১৯৯৯ সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি ফৌজ ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা উভয় রাষ্ট্রের মধ্যে ডি ফ্যাক্টো সীমান্তরেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে কার্গিল যুদ্ধ। যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের অব্যবহিত পরে পাকিস্তান এই যুদ্ধের দায় সম্পূর্ণত কাশ্মীরি স্বাধীনতাপন্থী জঙ্গিদের উপর চাপিয়ে দেয়।

সম্পর্কিত খবর