কোয়েলের সঙ্গে প্রেমালাপ অরিজিতের! সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পুরনো ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সঙ্গীতজগতে অরিজিৎ সিং (Arijit Singh)- এর ভূমিকা আর নতুন করে বলার কিছু নেই। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) সর্বত্রই নিজের কন্ঠের মাধ্যমে মাতিয়ে রেখেছেন তিনি। কেবলমাত্র দেশ নয় বিদেশও রয়েছে তাঁর হাজার হাজার ভক্ত। কোটি টাকার মালিক হয়েও বরাবরই সাধাসিধে জীবন যাপন করতে দেখা যায় তাঁকে।

সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে যথেষ্ট দূরে সরিয়ে রেখেছেন অরিজিৎ। সেভাবে আসতে চান না প্রচারের আলো। ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটে আড়ালে রাখতেই ভালোবাসেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। কিন্তু ফ্যান পেজগুলির দৌলতে মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর ব্যক্তিগত জীবনের বেশকিছু মুহূর্ত।

Arijit-Koyel

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সংগীতশিল্পীর একটি ভিডিও। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, অরিজিৎ- এর জন্য এসেছে কোয়েলের ফোন। তখন ছুটে এসে সেই ফোন তোলেন তিনি। জিজ্ঞাসা করেন, ‘গান কেমন লাগছে?’ ফোনের ওপার থেকে জবাব আসে, ‘ভীষণ ভালো। তবে রেজাল্ট মোটেই ভালো লাগছে না জিয়াগঞ্জবাসীর’। এরপরই অরিজিৎকে সাবধান করে কোয়েল বলেন, ‘বাড়ি ফিরে কিন্তু কোথাও একা বেরিও না’।

Arijit Singh

জানা যাচ্ছে, এই ভিডিওটি ফেম গুরুকুলে যখন অরিজিৎ ছিলেন তখনকার। তখন কোয়েলের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক। তবে পরবর্তীতে দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে। এমনকি দুজনেরই বিয়ে হয়ে যায় আলাদা আলাদা। তবে বৈবাহিক জীবন মোটেই সুখের হয়নি কারোরই। আলাদা হয়ে যান দুজনেই। এরপরই একসঙ্গে ঘর বাঁধেন অরিজিৎ -কোয়েল।

২০১৪ সালে বান্ধবী কোয়েলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অরিজিৎ। তারাপীঠে খুব সাধারণভাবেই বিয়ে সেরেছিলেন তাঁরা। বর্তমানে দুই সন্তান জুল এবং আলীকে নিয়ে সুখী গৃহকোণ তাদের। আর পাঁচটা স্বামীর মতই স্ত্রীকে স্কুটারে করে ঘুরতে নিয়ে যান অরিজিৎ। একসঙ্গে যান ছেলেদের স্কুলে।

Arijit Singh

স্বামীর কনসার্টে উপস্থিত থাকেন কোয়েল। মাত্র কয়েকদিন আগেই সেই প্রমাণ পাওয়া গেছে অরিজিতের শিলিগুড়ি কনসার্ট থেকে। এমনকি সেই কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় কোয়েলকে। স্বামীর গানে কণ্ঠ মেলাতেও দেখা যায় তাঁকে।

additiya

সম্পর্কিত খবর