বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান রাজনীতিতে ভাইরাল অডিও ক্লিপ প্রসঙ্গ অতি পরিচিত হয়ে উঠেছে। সাম্প্রতিককালে ফোনের দুই প্রান্তে তৃণমূল বা বিজেপি নেতার কথাবার্তা ভাইরাল হতে বহুবার দেখা গিয়েছে, যা নিয়ে বিতর্ক বেঁধেছে অনেকাংশে। আর এইবার পুনরায় একবার অডিও ক্লিপ প্রসঙ্গ উঠলো বঙ্গ রাজনীতিতে। বর্তমানে ময়নাগুড়ির তৎকালীন তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং মুকুল রায়ের মধ্যে ফোনালাপের একটি অডিও ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় শাসকদলের অনেককেই বিজেপির সঙ্গে গোপন আঁতাতের সন্দেহে দল থেকে দূরে রাখা হয় আর তার মধ্যে একজন ছিলেন এই অনন্ত দেব অধিকারী। সেই কারণে তাঁকে বিধানসভার টিকিট দেওয়া হয়নি। তবে বর্তমানে তিনি ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান হিসাবে বিরাজ করছেন। অপরদিকে ভোটের সময় বিজেপির হয়ে লড়াই করলেও বর্তমানে মুকুল রায় তৃণমূল দলে যোগদান করেছেন, অথচ নিজেকে তিনি বিজেপির ‘সৈনিক’ বলেই দাবি করেন। এক্ষেত্রে একাধিক বিতর্ক দানা বাঁধে এবং বর্তমানে সেই মুকুল রায়কে নিয়ে আবারো সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতি।
সম্প্রতি, যে অডিওটি ভাইরাল হয়েছে তা বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ সেই সময় পদ্মেই ছিলেন মুকুল। ফলে বিজেপি নেতার সঙ্গে তৎকালীন তৃণমূল বিধায়কের এই অডিও ক্লিপ যে বিতর্ক সৃষ্টি করবে, তা বলা বাহুল্য। এই ভাইরাল ক্লিপে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দুই নেতার মধ্যে কথাবার্তা চলেছিল বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে এদিন অনন্ত দেব অধিকারী বলেন, “মুকুল রায়ের সঙ্গে আমার কথা হয়েছিল। আসলে ওনার হাত ধরেই আমি তৃণমূল দলে এসেছিলাম। তবে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু আমি তাঁকে না করে দিই। এর বেশি আর কোন কথা হয়নি। তবে এখন এই অডিও কেন ভাইরাল হচ্ছে, জানিনা। এসব চক্রান্ত।” বলে দিই, বাংলা হান্ট ভাইরাল হওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি।