বাংলাহান্ট ডেস্কঃ রবীন্দ্র নাথের গানে অশ্লীল শব্দ বসিয়ে অনেক দিন আগেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোদ্দুর রায়। সেই গান নিয়ে বিতর্ক আজও থামেনি। বিতর্কিত গানটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নষ্ট করছে বলেই মত প্রায় সকলেরই।
এবার রবীন্দ্র সুরে অশ্লীল শব্দ জুড়ে প্যারোডি বানিয়ে ভাইরাল হল মালদহের বার্লো গার্লস স্কুলের মেয়েরা। স্কুলের পোষাকেই তারা এই গানটি গেয়েছে। ভিডিওতে দেখা যায়, স্কুলের পোষাকেই মেয়েরা এই ভিডিও। অশ্লীল শব্দের পাশাপাশি তাদের দেখা যায় যৌনতা সম্পর্কিত অঙ্গভঙ্গিও করেছে। গানের কথাতেও রয়েছে যৌনতা।
পাশাপাশি, ভাইরাল হয়েছে অশ্লীল শব্দ যুক্ত ‘যেতে যেতে পথে’ গানের আরেকটি ভিডিও । সেটিও স্কুলের পোষাকে।বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ছাত্ররা ক্লাসরুমেই গাইল এই গান। গত ৪ মার্চ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর ছাত্রদের রেজিষ্ট্রেশন করা হচ্ছিল। ফলে ফাঁকা ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্ররা এই গানটি করেছিল। পরে সেটি ভাইরাল হয়।