শ্যালকের বিয়ে ছুটি দিন, নাহলে বৌ আমার অবস্থা বেহাল করে দেবে! পুলিশকর্মীর ছুটির আবেদনের চিঠি ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছুটির জন্য লেখা একটি চিঠি ব্যাপকহারে ভাইরাল (Viral) হচ্ছে। এই আবেদন পত্র মধ্যপ্রদেশ পুলিশের (Police) এক কনস্টেবল লিখেছেন বলে জানা যাচ্ছে। তিনি ভোপাল ট্র্যাফিক পুলিশে কনস্টেবল পদে নিযুক্ত। ওই চিঠিতে কনস্টেবল ‘শ্যালকের” বিয়ের জন্য পাঁচ দিনের ছুটি চেয়েছিলেন। এর সাথে সাথে ছুটি না পেলে স্ত্রী ওনার অবস্থা খারাপ করে দেবে, সেটাও লিখেছিলেন। আর এই কারণে ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিঠি লেখা কনস্টেবলের নাম দিলীপ কুমার অহিরবার। ২৩৩৯ হল ওনার ব্যাজ নম্বর। দিলীপ বাবু শ্যালকের বিয়ের জন্য নিজের বরিষ্ঠ আধিকারিকের কাছে আবেদন পত্র লেখেন। আর সেই আবেদন পত্র এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

চিঠিতে দিলীপ বাবু লেখেন, ‘সবিনয়ে নিবেদন হল, আমি দিলীপ কুমার অহরিবার, ব্যাজ নং ২৩৩৯ আপনার অধীনস্থ থানায় ট্র্যাফিক পুলিশের কাজে নিযুক্ত আছি। শ্রীমান জি, আমার নিজের শ্যালকের বিয়ে ১১/১২/২০২০ তে হতে চলেছে, সেখানে আমার যাওয়া খুবই দরকার। এইজন্য আমি সবিনয়ে নিবেদন করছি যে আমাকে দয়া করে পাঁচ দিনের ছুটি দেওয়া হোক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই চিঠিতে ট্র্যাফিক কনস্টেবল দিলীপ বাবু বউয়ের কথা বিশেষ করে উল্লেখ করেছিলেন। তিনি ওই চিঠিতে লিখেছিলেন যে, ‘আমার স্ত্রী আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যদি আমি তাঁর ভাইয়ের বিয়েতে উপস্থিত না থাকি, তাহলে পরিণাম ভালো হবে না। ”

image 2020 12 08 220256

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি ভাইরাল হওয়ার পর কনস্টেবল দিলীপ কুমারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই মামলায় ডিআইজি দিলীপ বাবুর সাস্পেন্সন নিয়ে যেই কারণ লিখেছেন সেটি হল, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এই কারণে ওনাকে সাসপেন্ড করা হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর