ভাইরাল : দেখা মিলল ৭০ বছর আগে হারিয়ে যাওয়া উড়ন্ত উলি কাঠবেড়ালির, নেটদুনিয়ায় হইচই

Published On:

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল : লকডাউনে বারবার ভাইরাল (viral) হয়েছে এমন সব জীবজন্তু যাদের অস্তিত্ব ছিল প্রশ্নের মুখে। বহু বছর ধরে তাঁদের দেখা না মিললেও লকডাউনে লোকসমাগম ও দূষণ কমতেই তাদের দেখা মিলেছে বার বার। এবার দেখা মিলল এমনই আরেকটি প্রাণীর। যাকে ভারতে শেষ দেখা গিয়েছিল আজ থেকে ৭০ বছর আগে৷

উত্তরাখন্ডে ক্যামেরায় ধরা পড়া উড়ন্ত উলি কাঠবেড়ালি

উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় উদ্যানে এই বিরলতম স্তন্যপায়ী প্রাণীটিকে দেখা গেছে। উলের কাঠবিড়ালি হিসাবে চিহ্নিত, এই স্তন্যপায়ী প্রাণীটি ১৯২৪ সাল এর পর থেকে ভারতে দেখা যায়নি এবং এতদিন বিলুপ্ত হিসাবে বিবেচিত হত। তবে ১৯৯৪ সালে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধ অনুসারে, ১৯৯৪ সালে পাকিস্তানে শেষ দেখা গিয়েছিল এই প্রাণীকে।

উলি কাঠবেড়ালির পুরোনো স্কেচ

এটি উড়ন্ত কাঠবেড়ালির একটি বিরল প্রজাতি। যারা ওড়ার সময় প্যারাসুট হিসাবে তার নখ ও পশম ব্যবহার করে। এই উড়ন্ত উলি কাঠবিড়ালি একটি বিরল প্রজাতি হিসাবে তালিকাভুক্ত হয়েছে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের দ্বারা। এই বিশেষ প্রজাতির কাঠবেড়ালি গ্লাইড করতে ত্বকের ফ্ল্যাপগুলি ব্যবহার করে এবং লেজটি স্টেবিলাইজার হিসাবে কাজ করে।

পাকিস্তানে ১৯৯৪ সালে ধরা পড়া উলি কাঠবেড়ালি

এই কাঠবেড়ালির ছবিটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। প্রত্যেকে এই কাঠবেড়ালির যেমন সৌন্দর্যের প্রশংসা করছে তেমনই অনেকেই দাবি করেছেন এই প্রজাতিটি টিকিয়ে রাখতে সরকারের যাবতীয় ব্যবস্থা নিক। যদিও সকলকে ছাপিয়ে এক নেটিজেন বলেছেন, তিনি ২০২০ সালে ডাইনোসর দেখতে পেলেও অবাক হবেন না।

সম্পর্কিত খবর

X