বাংলাহান্ট ডেস্ক : ভগবানের কি অদ্ভুত সৃষ্টি এই মহাবিশ্ব। যেখানে প্রতি মুহুর্তে ঘটে যায় একের পর এক কাণ্ডকারখানা। ততটাই অদ্ভুত আমাদের এই প্রাণী জগত। কখনও দেখা যায় হিংস্র সিংহ সযন্তে লালন করছে হরিণ শাবকে। কখনও বা কোনও মানব শিশু নিশ্চিন্তে খেলা করছে ভয়ংকর বিশালাকায় পাইথনের সঙ্গে। এমনই এক দৃশ্য ভইরাল হয়েছে নেট দুনিয়ায়
ভাইরাল হওয়া একটি ছবি ট্যুইটারে শেয়ার করেছে Buitengebieden। এই ছবিতে দেখা যাচ্ছে দুটি বিড়ালের বাচ্ছাকে সস্নেহে আগলে রেখেছে একটি মুরগি। ভয়ংকর ঝড় বৃষ্টির মধ্যে ভয়ে কাবু হয়ে বসে আছে বিড়ালছানা দুটি। কিন্তু ওই মুরগি তাদের দেখাশোনা করছে পরম মমতায়।
প্রায়শই বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছু কিছু ভিডিও দেখে মানুষ এতটাই অবাক হয় যে তাদের মনে প্রশ্ন জাগে বাস্তবে এমনও হতে পারে? ভাইরাল হওয়া ছবি ও ভিডিও টি এমনই একটি উদাহরণ। যে বিড়াল সাধারণত মুরগি দেখলেই আক্রমন করতে শুরু করে, সেই বিড়ালের বাচ্ছাকেই পরম মমতায় মাতৃস্নেহে রক্ষা করছে একটি মুরগি।
https://twitter.com/buitengebieden/status/1532059531282264064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1532059531282264064%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fndtv.in%2Fzara-hatke%2Fhen-protects-kittens-scared-of-the-storm-in-viral-pic-internet-says-we-everyone-should-learn-3031808
Buitengebieden যে ভিডিওটি সামাজিম মাধ্যমে আপলোড করেছে, সেই ভিডিওটিতে।স্পষ্ট দেখা যাচ্ছে মুরগিটি নিজের শরীরের নিচে আশ্রয় দিয়েছে দুটি ফুটফুটে বিড়াল বাচ্ছাকে। বাইরে চলছে প্রবল ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টিতেই ভয়ে কাবু দুই শিশু বিড়াল। মা যেভাবে সন্তানদের আগলে রাখে অনেকটা যেন তেমন ভাবেই বিড়াল ছানাগুলিকে মাতৃস্নেহে আগলে রাখার আশ্বাস দিচ্ছে। পাখি তার নিজের শরীরের গরম দিয়ে উষ্ণ রাখার চেষ্টা করছে বিড়ালশাবক দুটিকে। এই ছবিটি একটি ট্রাকের পিছনে তোলা হয়। নিশ্চিত ভাবে বলা যায় এই ছবি এবং ভিডিও আপনার হাঁসি ফোটাবেই।