বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। নেটমাধ্যমের প্রতিটি প্ল্যাটফর্মেই প্রতিদিন ভাইরাল (Viral) হয়ে যায় হাজার হাজার ছবি এবং ভিডিও। সেই রেশ বজায় রেখেই এবার এক অবিশ্বাস্য তথ্য সামনে এল সোশ্যাল মিডিয়ায়। যেটি সম্পর্কে জানার পর রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন সবাই।
সম্প্রতি নেটমাধ্যমে একটি আন্ডারগ্রাউন্ড হোটেলের ছবি তুমুল ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, সেটিকে “বিশ্বের সবথেকে গভীরতম হোটেল” হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,৩৭৫ ফুট নিচে এই হোটেলটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, এখানে অতিথিদের থাকার জন্য রয়েছে অনেকগুলি রুমও।
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, এই অত্যাশ্চর্য হোটেলটির কি নাম? এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সেটির নাম হল, “দ্য ডিপ স্লিপ হোটেল”। এই হোটেলটি নর্থ ওয়েলসের স্নোডোনিয়া পাহাড়ের নিচে থাকা খনিতে অবস্থিত রয়েছে। ট্রেকিংয়ের মাধ্যমে ওই হোটেলে পৌঁছনো যায়।
শুধু তাই নয়, সেখানে আগত ব্যক্তিদের হেলমেট থেকে শুরু করে আলো এবং বুটের মতো সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম প্রদান করা হয়। তারপর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁদের ওই ভূগর্ভস্থ হোটেলটিতে পোঁছে দেওয়া হয় বলেও জানা গিয়েছে।
এই প্রসঙ্গে সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ওই হোটেলে একটি প্রাইভেট কেবিনে দু’জনের জন্য এক রাত থাকার ক্ষেত্রে খরচ হবে ৩৬,০০৩ টাকা। এদিকে, গুহার মধ্যে থাকা রুমগুলির ক্ষেত্রে খরচ হল ৫৬,৫৭৭ টাকা। তবে এই খরচের মধ্যেই চা থেকে শুরু করে প্রাতরাশ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, খাবারের তালিকায় ভেজ এবং ননভেজ উভয়েই উপলব্ধ রয়েছে। জানিয়ে রাখি যে, এই রুমগুলি শুধুমাত্র ২৪ ঘন্টার জন্য বুক করা যায়।
এই হোটেল পরিচালনাকারী সংস্থা Go Below চলতি বছরের এপ্রিল মাস থেকে তাদের কার্যক্রম শুরু করে। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, এই হোটেলে এলে প্রত্যেকেই সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা পাবেন। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে যে, কিভাবে সবাই দড়ির সাহায্যে পাহাড় অতিক্রম করে এবড়ো-খেবড়ো রাস্তায় ট্রেকিং করে ওই হোটেলে পৌঁছে যাচ্ছেন। তবে মাটির এতটা নিচে এই হোটেলটি থাকলেও সেখানে রয়েছে একাধিক সুবিধাও। ওয়াই-ফাই থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা প্রতিটি ব্যবস্থাই রয়েছে সেখানে। তবে হোটেলটিতে ধূমপানের মতো বিষয়গুলি কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে।