টিভি শোতে গিয়েই বিপত্তি! “মার খেলেন” IIT বাবা, প্রতিবাদে থানার সামনে যা করলেন…

বাংলাহান্ট ডেস্ক : আবারো চর্চার কেন্দ্রে ভাইরাল ‘আইআইটি বাবা’ (IIT Baba)। মহাকুম্ভ শেষ হয়ে গেলেও তিনি রয়ে গিয়েছেন সংবাদ শিরোনামে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফলের ভুল ভবিষ্যদ্বাণী করে ট্রোলের মুখে পড়েন ‘বাবা’। কিছুদিন যেতে না যেতেই ফের আলোচনার কেন্দ্রে তিনি। সাক্ষাৎকার দিতে ডেকে নিয়ে গিয়ে নাকি মারধোর করা হয়েছে তাঁকে, এমনি অভিযোগ এনেছেন আইআইটি বাবা (IIT Baba)।

আবারো চর্চায় আইআইটি বাবা (IIT Baba)

ফের বিষ্ফোরক দাবি করে সংবাদ শিরোনামে ‘আইআইটি বাবা’ (IIT Baba) ওরফে অভয় সিং। ২৮ শে ফেব্রুয়ারি, শুক্রবার একটি টিভি শো তে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে তাঁকে, এমনি অভিযোগ এনেছেন তিনি। নয়ডায় একটি বেসরকারি সংবাদ মাধ্যমের চ্যানেলে বিতর্ক চলাকালীন নাকি তাঁকে মারধোর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

viral-iit-baba-did this in front of police station

কী উঠল অভিযোগ: আইআইটি বাবার (IIT Baba) দাবি, বিতর্কে অংশ নেওয়ার জন্য তাঁকে ডেকেছিল সংবাদ চ্যানেলটি। শো চলাকালীন কয়েকজন গেরুয়া পোশাকধারী ব্যক্তি নিউজ রুমে ঢুকে তাঁকে আক্রমণ করার অভিযোগ উঠেছে। লাঠির বাড়ি মারা, এমনকি একটি ঘরে তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগও উঠেছে। তারপরেই থানায় গিয়েছিলেন আইআইটি বাবা (IIT Baba)। কয়েকজন গেরুয়া পোশাকধারীর বিরুদ্ধে তাঁর উপর মারধোরের অভিযোগও দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : সিরিয়ালেও এবার “সিচুয়েশনশিপ”! “Gen Z” দর্শক টানতে দুরন্ত টুইস্ট জি বাংলার মেগায়

ধর্নায় বসেন আইআইটি বাবা: এদিন শুধু থানায় অভিযোগ জানিয়েই শান্ত হননি আইআইটি বাবা (IIT Baba)। নয়ডার ১২৬ নম্বর সেক্টরে পুলিশ ফাঁড়ির বাইরে ধর্নায় বসে পড়েন তিনি। পরে অবশ্য এসে তাঁকে বোঝাতে ধর্না প্রত্যাহার করেন তিনি। তবে সম্ভবত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি আইআইটি বাবা (IIT Baba)।

আরো পড়ুন : একমাসেই “খেল খতম”! TRP-র অভাবে ধুঁকছে সিরিয়াল, নায়ক বদলের দাবি জলসার মেগাতে

প্রসঙ্গত, প্রয়াগরাজের মহাকুম্ভ থেকেই ভাইরাল হয়েছিলেন ‘আইআইটি বাবা’ (IIT Baba) ওরফে অভয় সিং। হরেক ধরণের ‘বাবা’দের মাঝে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। কারণ আইআইটি থেকে পড়াশোনা করেও সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন তিনি। মহাকুম্ভ চলাকালীন শোরগোল পড়ে গিয়েছিল তাঁকে নিয়ে। ফলত মাঝে কিছুদিন ‘উধাও’ হয়ে গিয়েছিলেন তিনি। তারপরেই আবার চুল দাড়ি কেটে নতুন লুকে ফেরেন আইআইটি বাবা। কিছুদিন আগে ভারত-পাকিস্তান ম্যাচের ভুল ফলাফল ঘোষণা করেও ট্রোলড হয়েছিলেন আইআইটি বাবা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর