‘একবার ছুঁতে দাও’! করিনার কাছে অদ্ভূত আবদার ভক্তের, কী করলেন বেবো?

বাংলাহান্ট ডেস্ক  : বরাবরই খবরের শিরোনামে থাকেন কাপুর পরিবারের কন্যা তথা নবাব পরিবারের বৌমা করিনা কাপুর (Kareena Kapoor) । অভিনয় জগতের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানান চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অনেকেরই মতে, বেশ অহঙ্করী তিনি। তবে কেবলমাত্র অভিনেত্রী নন, এই অভিযোগ রয়েছে তাঁর বড় ছেলে তৈমুরের (Taimur Ali Khan)বিরুদ্ধেও। তবে এবার যে ঘটনা ঘটল তা দেখে রীতিমতো ‘থ’ হয়ে গেছেন নেট নাগরিকরা।

মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় একান্তে সময় কাটাতে গিয়েছিলেন সইফ-করিনা। স্ত্রীকে ডেটে নিয়ে যাওয়ার জন্য নিজেই গাড়ি ড্রাইভ করেন অভিনেতা। গাড়ি থেকে নেমে ঢুকে পড়েন রেস্তোরাঁয়। কিন্তু অভিনেত্রী পড়েন ব্যাপক সমস্যায়। যেই না তিনি রেস্তোরাঁয় ঢুকতে যাবেন ঠিক তখনই তার পথ আটকায় এক বৃদ্ধা। এমনকি করিনার কাছে অদ্ভুত আবদার করে বসেন তিনি।

Kareena Kapoor

আসলে এদিন কোন বাউন্সার ছাড়াই পথে বেরিয়ে ছিলেন সইফ-করিনা। গাড়ি থেকে যেই  নামেন অভিনেত্রী ঠিক তখনই তাঁর সামনে এসে হাজির হন এক বৃদ্ধা। আবদার করেন একবার ছুঁতে দেওয়ার জন্য। যদিও কোনরকম ভাবে ওই মহিলার স্পর্শ বাঁচিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করেন অভিনেত্রী। তাঁকে ঘিরে থাকেন রেস্তোরাঁরই দুই কর্মী। অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে ওই বৃদ্ধার গায়ে লাগে ঢেলা। আর এতেই রেগে আগুন নেটদুনিয়া।

Kareena Kapoor

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর তারপরেই ছুটে আসে কটাক্ষের বাণ। একজন লিখলেন, ‘একটু যদি ওনার আবদার শুনে হাতটা মিলিয়ে নিতেন তাহলে কি বা হয়ে যেত’। অন্য আর একজন লিখলেন, ‘আসলেই তারকারা ভুলে যান যে আজকে সাধারণ মানুষের জন্যই তারা এই জায়গায় পৌঁছাতে পেরেছেন’। তৃতীয়জন লিখলেন, ‘এর আগে একই ঘটনা ঘটাতে দেখা গেল শাহরুখ খানকে। আর এবার করিনা’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যদিও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখলেন, ‘কেবলমাত্র তারকা বলেই ট্রোল। করিনার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি ওরকম হঠাৎ আসা মহিলার সঙ্গে হাত মেলাতেন’? বলা বাহুল্য, অভিনেত্রীর ভিডিওকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া চলছে নেট দুনিয়ায়।

additiya

সম্পর্কিত খবর