এ কী কান্ড! সন্তান হয়ে মায়ের সিঁথিতে সিঁদুরদান, বিয়ের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটমাধ্যমে

বাংলাহান্ট ডেস্ক : সমাজ মাধ্যমের দৌলতে আজকাল বহু ভিডিও ভাইরাল হয় নিমেষে। বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ, আনন্দ থেকে শুরু করে দুঃখ, সোশ্যাল মিডিয়ার ওয়াল যেন জীবনের একটা সঙ্গী হয়ে গেছে। তবে সম্প্রতি একটি নকল বিয়ের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেটিকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

এই ভিডিওটি যতটা না মানুষকে আনন্দ দিচ্ছে, তার থেকেও বেশি ক্ষোভ সঞ্চার করছে মানুষের মনে।নিজের Instagram অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছেন আজাদ প্যাটেল নামের এক যুবক। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গ্রামের বাড়ির সামনের অংশ। আজাদ, এক বৃদ্ধা এবং এক যুবতীকে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকতে।

আরোও পড়ুন : শরীর কমে হাফ! মদন মিত্রের চেহারা দেখে চোখ জল আসবে, কী হয়েছে বিধায়কের?

একটি গাছের ডাল নাড়িয়ে নাড়িয়ে সেই যুবতী নির্দেশ দিচ্ছেন যুবককে। আর আজাদ সেই যুবতীর নির্দেশ মেনে বৃদ্ধার সিঁথিতে পরিয়ে দিচ্ছেন সিঁদুর। এই ভিডিও দেখে সমাজ মাধ্যমে অনেকেই নিন্দা করেছেন। আবার কেউ কেউ এই যুবকের প্রশংসাও করেছেন। তবে এই ভিডিও দেখার পর অধিকাংশ ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন।

বহু মানুষের মন্তব্য, এই যুবক ঠাকুমা ও নাতির পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছেন। অনেকেই এই যুবককে সিঁদুরের মূল্যবোধ সম্পর্কে সচেতন করেছেন। যদিও জানা গেছে এই ভিডিওটি সম্পূর্ণ নকল বিয়ের। শুধুমাত্র সস্তার জনপ্রিয়তা ও মন্তব্য পাওয়ার জন্যই ব্যবহারকারী এই কাজ করেছেন। যে বৃদ্ধাকে এই যুবক এই ভিডিওতে বিয়ে করেছেন, সেই বৃদ্ধাকে অন্য একটি ভিডিওতে আজাদের মা বলেও পরিচয় দিয়েছিলেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর