করোনা ভাইরাস নিয়ে কলম ধরে ভাইরাল নচিকেতা, লিখলেন কবিতা

বাংলাহান্ট ডেস্কঃ আধুনিক বাংলা গানের জগতে নচিকেতা চক্রবর্তী অসামান্য এক প্রতিভা। নচিকেতার জীবনমুখী গান বাংলা গানে এনেছিল নতুন ধারা। নচিকেতা শুধু কণ্ঠশিল্পী নন তিনি নিজের লেখা গানে নিজেই সুর দেন।তার কলম বারবার গর্জে উঠেছে সামাজিক রাজনৈতিক পারিবারিক অবক্ষয়ের বিরুদ্ধে।
বিশ্বজুড়ে যখন করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে তখন আবারো কলম ধরলেন নচিকেতা। না এবার আর গান নয় লিখলেন কবিতা।  সোমবার বিকেলে নিজের ফেসবুক পেইজে একটি কবিতার ভিডিও প্রকাশ করেছে নচিকেতা। কবিতাটির শিরোনাম ‘করোনা’।
সেই কবিতায় উঠে এসেছে দূষণ থেকে রাজনীতি, উগ্র হিন্দুত্ববাদ থেকে জিহাদি কার্যকলাপ, সাম্যবাদ ও সমাজ

করোনা

করোনা নামের মহামারী তুমি যাও, তুমি যাও
একটা বিনীত অনুরোধ তোমার ভয়টাকে রেখে যাও
ওগো ভয়, তোমারই হোক জয়
তুমি নির্ভীক তরবারী তুমি নির্মেদ অক্ষয় তোমারই হোক জয়।

তোমার নামে বন্ধ হয়েছে সভ্যতা নামে দুষণ
তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পুষণ
তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ
শুধু ভয় করে দিলো বিভেদহীন এক দেশ।

 

কারোর মুখই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম
সবার মুখই মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম
হাতে নাগরিক পঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ
এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান।

মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাঁটাতার ছিঁড়ে যায়
নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়
রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিতি
যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি।

https://youtu.be/Ztj2Au1XVXo

করোনা তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ

মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন
করোনা তুমি যাও, তুমি যাও শাহজাদী
শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী।

সম্পর্কিত খবর