কাছ থেকে ঠিক কেমন দেখায় সূর্যকে! নাসা প্রকাশ করল সেই ছবি, হইচই নেট দুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) সূর্যের একদম কাছের ছবি প্রকাশ করে এই মুহুর্তে সামান্যই মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। হয়ে গিয়েছে ভাইরাল (viral)

ছবিগুলি সূর্য থেকে মাত্র 48 মিলিয়ন মাইল দূরে ক্লিক করা হয়েছিল, যা এটি বেশ কাছাকাছি করে তোলে। একটি সৌর অরবিটার তাদের ক্লিক করেছে যা ইউরোপীয় মহাকাশ সংস্থার সাথে নাসার একটি যৌথ উদ্যোগ। নাসার এই ছবিগুলি এই মুহুর্তে হইচই ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়ায়।

এর আগে, সোলার ডায়নামিক্স অবজারভেটরি টানা 10 বছর ধরে সূর্যের উপর নজরদারি করেছিল, সেই ছবি দিয়েই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই দশ বছরে সূর্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কৃত হয়েছে, বলে জানিয়েছে নাসা।

নাসা জানিয়েছে, সোলার অবজারভেটরি সুর্যের 42.5 মিলিয়ন হাই-রেজোলিউশন ফটোগ্রাফ তুলেছে। পাশাপাশি ২০ মিলিয়ন জিবি ডেটাও সংগ্রহ করেছে।

এই ভিডিওতে নাসা 61 মিনিটের একটি ভিডিওর মাধ্যমে 10 বছরের সূর্য এর গিতিবিধি দেখিয়েছে। এই সময়ে প্রতি ঘন্টা এটিতে একটি ছবি ব্যবহৃত হয়েছে। ভিডিওটি এক সেকেন্ডে এক দিন অতিবাহিত হয়। ‘ এক দশকের সূর্য’ নাম দিয়ে ইয়ুটিউবে ভিডিওটি আপলোড করেছে নাসা৷ এই ভিডিওটি এখন পর্যন্ত 16 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। একই সাথে, এই ভিডিওটি সোলার ডায়নামিক্স অবজারভেটরিও টুইট করেছে।

 

X