বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দিনই নিজেদের ফেক নিউজের কারণে পাকিস্তানি মিডিয়া সোশ্যাল মিডিয়ার ইউজারদের নিশানায় থাকে। আর এবার সেই একই ফেক নিউজের কারণে পাকিস্তানি মিডিয়াকে নিয়ে চারিদিকে হাসির রোল চলছে। এবার বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan) এর কারণে পাকিস্তানি (Pakistan) মিডিয়া ট্রল হয়েছে। কারণ পাকিস্তানের একটি নিউজ চ্যানেল বলিউড অভিনেতা আমির খানকে খুনি হিসেবে দেখানো হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হয়ে যায়।
Headline: After 17 years MQM leader Amir Khan exonerated in a murder case.
Didn't know Indian actor Amir Khan was in Pakistan for the last 17 years.. pic.twitter.com/YcUmg6LKfk
— Naila Inayat (@nailainayat) April 16, 2020
এই খবর নিয়ে তদন্ত করলে জানা যায় যে, পাকিস্তানের এক আদালত ১৭ বছর পর রাজনৈতিক পার্টি মুজাহির কৌমি আন্দোলন হাক্কি (MQM) এর আমির খান নামের এক নেতাকে জোড়া খুনের মামলা রেহাই দেওয়া হয়েছে। কিন্তু এই খবরকে ব্রেকিং খবর করে চালাতে গিয়ে মিডিয়া এতটাই তাড়াহুড়ো করে বসে যে, নেতা আমির খানের জায়গায় বলিউড অভিনেতা আমির খানের ছবি লাগিয়ে দেওয়া হয়।
এরপর ট্যুইটারে ওই খবরের ছবি শেয়ার করে পাকিস্তানি মিডিয়ার ওই চ্যানেলের প্রচুর ট্রল হয়। যদিও কিছু সময় পরে চ্যানেল নিজের ভুল শুধরে নিয়ে নেতা আমির খানের ছবিই দেয়। কিন্তু এর পর থেকে পাকিস্তানের ওই উর্দু চ্যানেল সোশ্যাল মিডিয়ায় খুব ট্রল হয়। সোশ্যাল মিডিয়ায় ওই খবরের ছবি ছড়িয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।