জংলি হাতিকে সামনে দেখে মন্ত্রোচ্চারণ শুরু গাড়িতে উপস্থিত ব্রাহ্মণদের, তারপর…

বাংলাহান্ট ডেস্ক: ধরুন আপনি রাস্তায় বেড়িয়েছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটি হাতি আপনার দিকেই আসছে। ভারতের বিভিন্ন জঙ্গল সংলগ্ন এলাকায় এই দৃশ্য অতি সাধারণ। অনেক সময়েই গাড়ির সামনে চলে আসে হাতি অথবা অন্যান্য বন্য জন্তু। এমন অবস্থায় পড়লে আপনি হয়তো প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করবেন। অথবা ভয়ে গাড়ি পিছোতে আরম্ভ করবেন। তবে এমনই গাড়ির সামনে একটি হাতি (Elephant) দেখে কয়েকজন ব্রাহ্মণ যা করলেন, তা অভাবনীয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা। সেখানে দেখা যাচ্ছে, একটি জঙ্গল সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় একটি গাড়ির সামনে একটি হাতি চলে এসেছে। গাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে রয়েছে হাতিটি। এই অবস্থায় গাড়ির চালক গাড়ি থামিয়ে দেন। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর চালক গাড়িটি দ্রুত চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

কিন্তু নাছোড়বান্দা হাতিটি তাদের সামনে চলে আসতে থাকে। এই পরিস্থিতিতে গাড়ির ভিতর স্বভাবতই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গাড়িতে উপস্থিত মহিলারা খুবই ভয় পেয়ে যান। সেই গাড়িতে কয়েকজন ব্রাহ্মণও উপস্থিত ছিলেন। সেই মুহূর্তে তাঁরা ভগবান গণেশের জয়ধ্বনি দিতে শুরু করেন। এমন আতঙ্কের পরিস্থিতিতে তাঁরা ভগবান গণেশের কথা মনে করতে থাকেন। এরপর যা ঘটল তা আপনাকে রীতিমতো অবাক করবে। 

ওই গাড়িতে কিছু মহিলাও উপস্থিত ছিলেন। গাড়ির এক আরোহী সম্ভবত ড্রাইভারের হাতে কয়েকটা কলা দিতে গিয়েছিলেন। যাতে তিনি সেটি হাতিটিকে দেন। এই সময় ভিডিওতে মহিলাদের আরও বেশি চিৎকার চেঁচামেচি শোনা যায়। এরপর হাতিটি তাঁদের গাড়ির একেবারে সামনে চলে এলে ওই মহিলারা ‘কৃষ্ণায় বাসুদেবায়’ মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। এরপর হাতিটি আরও জোরে আসতে শুরু করলে গাড়িতে উপস্থিত ব্রাহ্মণরা একসঙ্গে মন্ত্রোচ্চারণ শুরু করেন। একইসঙ্গে চালকও গাড়িটি পিছোতে শুরু করেন। হাতিটিও আরও কাছে আসতে থাকে।

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ভিতর ‘ওম শান্তি শান্তি’ মন্ত্রোচ্চারণ হচ্ছে। এরপর গণেশ দেবতাকে স্মরণ করে ‘নমস্তে গণপতয়ে’ মন্ত্রও শোনা যেতে থাকে। এরপরেই অদ্ভুত ঘটনাটি ঘটে। গাড়ির সামনে থেকে সরে গিয়ে রাস্তার ডান দিকে সরে যায় হাতিটি। এরপর গাড়ির চালক নির্বিঘ্নে গাড়িটি এগিয়ে নিয়ে যান। গাড়ির ভিতরে উপস্থিত সকলে হাততালিতে ফেটে পড়েন। ভিডিওর ১ মিনিট ৩৮ সেকেন্ডে দেখা যায়, হাতিটি তার শুঁড় তুলে যেন ব্রাহ্মণদের অভিবাদন জানাচ্ছে।


Subhraroop

সম্পর্কিত খবর