ভাইরাল ছবি : হেয়ার স্টাইলে নেটপাড়া মাত হাতির, দিনে ৩ বার নেওয়া হয় চুলের যত্ন

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও (viral) এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

সম্প্রতি নেটপাড়ায় নিজের অসাধারণ সুন্দর হেয়ার স্টাইলের জন্য ভাইরাল হয়েছে এক হাতি। নেটপাড়ায় ভাইরাল হওয়া তার প্রতিটি ছবিতেই অসাধারণ সুন্দর চুল নজর কারে। জনপ্রিয় হেয়ার স্টাইল ‘বব কাট’ এর জন্যই এই মুহুর্তে সোস্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে হাতিটি।

IMG 20200709 142545

জানা গিয়েছে, ২003 সালে কেরালাতে রাজগাওয়ালামি মন্দিরে হাতিটিকে আনা হয়। এর পরে মহাভাত রাজ রাজগোপাল তার এই অসামান্য করেছে, পরে এটি বিখ্যাত হয়ে উঠেছে। এই হাতিটিকে বিশেষ যত্ন নেওয়া হয় তার এই চুলের সৌন্দর্য বজায় রাখার জন্য। ভারতীয় বন কর্মকর্তা সুধা রামেন সোশ্যাল মিডিয়াতে এই হাতিটি ছবি ভাগ করে নিয়েছেন।

ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘন্টায় ১০ হাজারের বেশী মানুষ ছবিটি পছন্দ করেছে। উপচে পড়ছে তার প্রশংসা। জানা যাচ্ছে, ২০১৮ সালে শিশু হাতিটিকে মন্দিরে আনা হয়েছিল। এর পর একদিন এক শিশুর বব কাট পছন্দ হয় মহাভাত রাজ রাজগোপালের। তার পর তিনি এই হাতির সুন্দর হেয়ার স্টাইল করে দেন। তবে সে শান্ত হয়ে বসলেই তার চুল কাটা সম্ভব হয় বলে জানা গিয়েছে।

https://twitter.com/SudhaRamenIFS/status/1279696616706859008?s=19

 


সম্পর্কিত খবর