viral photo : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। অনেক সময় সেই ছবি বা ভিডিওগুলি তুমুল জনপ্রিয় বা ভাইরাল হয়ে যায়। এই ছবি বা ভিডিও গুলির অনেকগুলিই আবার পশু পাখির। নানান কীর্তি কলাপের ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি
মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির উদ্দেশ্যে গিয়েছিলেন ফোটোগ্রাফার আমান উইলসন। লাঙদি নামের এক বাঘিনীকে ক্যামেরা বন্দি করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু বিধি বাম। সেই বাঘিনীর দেখা তিনি পান নি। কিন্তু তার চোখে পড়ে আরো এক আজব জিনিস। গাছের কোটরে অদ্ভুতভাবে বসে আছে এক হনুমান। মুহুর্তে ক্যামেরাবন্দী করে ফেলেন তিনি।
তারপর সেই হনুমানের ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে। মজার মজার কমেন্ট করছেন নেটিজেনরা। অন্যদিকে উইলসন বলেছেন, লাঙদি নামের বাঘিনীর খোঁজে গিয়ে, অনেক জিপ দাঁড়িয়ে থাকতে দেখেই তার সন্দেহ হয়।
জিজ্ঞাসা করে জানতে পারেন কিছুক্ষণের জন্য তিনি ওই বাঘিনীর দেখা পান নি। হতাশ হয়ে ওখানেই তিনি অপেক্ষা করতে থাকেন।সেখানেই বেশ কিছু হনুমানকে লাফালাফি করতে দেখেন। এবং সেই দলেই এই হনুমানটির দেখাও তিনি পেয়েছেন।
https://www.instagram.com/p/CHfY_8eAA8e/?igshid=1v11219xa18rk