বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাসমারোহে পালিত হচ্ছে মহাকুম্ভ (Kumbh Mela)। ১২টি পূর্ণ কুম্ভর পর প্রয়াগরাজে ফিরেছে মহাকুম্ভ। আর এই পবিত্র ধর্মীয় উৎসবে মিলিত হয়েছে গোটা দেশ। শুধু ভারতই নয়, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পুণ্যার্থীরা। শুধু তাই নয়, সাধুসন্ত থেকে শুরু করে নাগা সন্ন্যাসীরাও এখানে উপস্থিত হয়েছেন। দেখা যাচ্ছে, বহু নামিদামি মানুষকেও। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে জীবনের সমস্ত পাপ বিলীন করতে কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন সকলে। চলতি মাসে ১৩ জানুয়ারি থেকে শুরু হয় কুম্ভ মেলা। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার কুম্ভ মেলা থেকে যে ছবি ভাইরাল হয়েছে তা দেখে চক্ষু চড়ক গাছ নেটাগরিকদের।
কুম্ভ মেলা (Kumbh Mela) থেকে ভাইরাল তারকাদের ছবি:
১৪৪ বছর পর প্রয়াগরাজে ফিরেছে মহাকুম্ভ। এমন পূণ্যতিথি কোনও ভক্তই হাতছাড়া করতে চাইছেন না। স্থানীয় প্রশাসন মনে করছে, এই মেলায় ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী আসতে পারেন। আর ভক্তদের কথা ভেবে কুম্ভ মেলার (Kumbh Mela) প্রতিটি কোণা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার এই ভক্তদের ঢলের মধ্যেই দেখা যাচ্ছে তারকাদের ভিড়। গোটা বলিউড যেন এক হয়েছে প্রয়াগরাজে। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান সকলেই ত্রিবেণীর সঙ্গমস্থলে ডুব দিচ্ছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি তো তাই বলছে।
মহাকুম্ভতে তারকাদের ভিড়: সম্প্রতি সমাজমাধ্যমে বিশেষ কিছু ছবি ভাইরাল হয়। আর এই ছবিগুলিতে দেখা যায়, কুম্ভ মেলায় (Kumbh Mela) স্নান করছেন শাহরুখ, সালমান। তাও আবার দুজনে গায়ে গেরুয়া বস্ত্র পরে স্নান করছেন। শুধু তাই নয়, চোখে চশমা, গায়ে গেরুয়া পোশাকে দেখা গিয়েছে অক্ষয় কুমারকেও, বাদ যাননি করিনা কাপুরও। এমনকি দক্ষিণী তারকাদেরও ভিড় দেখা গিয়েছে। আল্লু অর্জুন থেকে শুরু করে রামচরণ সকলেই উপস্থিত হয়েছেন এখানে। আর প্রিয় তারকাদের এখানে আসতে দেখে অনুরাগীদের মনেও ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ পুরুষ নাকি মহিলা, বুদ্ধির দৌড়ে এগিয়ে কে? গবেষণায় সামনে এল “আসল সত্যি”
AI দিয়ে তৈরি ছবি: তারকাদের কুম্ভ মেলায় (Kumbh Mela) আসতে দেখে অনুরাগীদের মধ্যে জেগেছে প্রশ্ন। সত্যি কি তারা কুম্ভ মেলায় যোগদান করেছেন? তবে ভালোভাবে খতিয়ে দেখলে বোঝা যাবে এই ছবিগুলি আসল নয়। AI প্রযুক্তি ব্যবহার করে এই ছবিগুলি তৈরি করা হয়েছে। আর সেই ছবি সমাজ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এত সুন্দর, এত নিখুঁতভাবে ছবি বানানো হয়েছে যে এক দেখাতে কেউ বুঝতেই পারবেন না এগুলি ফেক ছবি। আর এই ফেক ছবির তালিকায় রয়েছে- শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, করিনা কাপুর, রাজপাল যাদব, আল্লু অর্জুন সহ প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ছুটি! ফের জেলে ফিরলেন ‘কালীঘাটের কাকু’! আজই ঘটবে বিরাট ‘কাণ্ড’
বর্তমানে এই AI প্রযুক্তি ব্যবহার করে লাগাম ছাড়া ফেক ছবি তৈরি করা হচ্ছে। আর এতে করে প্রায় সময় বিড়ম্বনার মুখে পড়তে হয় অভিনেতা-অভিনেত্রীদের। কিছুদিন আগেই, মহম্মদ শামি এবং সানিয়া মির্জাকে নিয়ে বহু ছবি বানানো হয়। আর এবার ফের এই একই ছবি বানানো হল তারকাদের নিয়ে। কিন্তু কুম্ভ মেলা (Kumbh Mela) নিয়ে এমন ছবি বানাতে দেখে রুষ্ট হয়েছেন নেটাগরিকদের একাংশ।