বাংলাহান্ট ডেস্ক: দোল উৎসব এবং তারপর হোলি (Holi), দুদিন ধরে রঙ খেলায় মেতেছিল দেশবাসী। কোথাও ফুলের আবির, কোথাও বাঁদুরে রঙ দিয়ে চুটিয়ে চলেছে হই হুল্লোড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেলেবদের রঙিন ছবি। তার মধ্যেই একটি পুরনো ছবি জায়গা করে নিয়েছে নেটমাধ্যমে। এটি কিশোর কুমারের (Kishore Kumar) পরিবারের দোল খেলার ছবি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটিতে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছাড়াও রয়েছেন তাঁর পুত্র অমিত কুমার (Amit Kumar)। কালো শার্ট প্যান্ট পরে একটি চেয়ারে বসে রয়েছেন তিনি। গালে লাগানো রঙ। হাতে একটি পিচকারি নিয়ে তাক করে রয়েছেন ছেলে অমিতের দিকে। তাঁর সামনেই গোলাপি রঙে ভেজা সাদা টিশার্ট আর হাফপ্যান্ট পরে বসে অমিত কুমার। চোখ বন্ধ করে হাসছেন তিনি। হাত দিয়ে আর রঙ না দেওয়ার ভঙ্গি করেছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তারকাদের পুরনো ছবি ভাইরাল হয়। কখনো কারোর ছোটবেলার ছবি, কখনো বা অদেখা অনেক ছবিই প্রকাশ্যে আসে। কখনো তা শেয়ার করেন অভিনেতা অভিনেত্রীরা নিজেই। কখনো আবার তাদের ফ্যানপেজের তরফে ভাগ করে নেওয়া হয় দুর্লভ ছবিগুলি। তেমনি হোলি উপলক্ষে নেটপাড়ায় ভাইরাল হয়েছে কিশোর কুমারের এই ছবিটি।
প্রসঙ্গত, কিশোর কুমারের প্রথম স্ত্রী অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতার সন্তান হলেন অমিত কুমার। সাত বছর দাম্পত্য জীবন কাটানোর পর বিচ্ছেদ হয়ে যায় দুজনের। তারপর মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার। নয় বছর পর ভেঙে যায় সেই সংসার। তাঁর তৃতীয় স্ত্রী যোগিতা বালি। মাত্র দু বছর টিকেছিল সে বিয়ে। তারপর লীনা চন্দ্রভারকরকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী।
এ বিষয়ে একবার অমিত কুমার বলেছিলেন, “বাবা সবসময় একটা পরিবার চাইতেন। পারিবারিক মানুষ ছিলেন। কিন্তু ওঁকে ভুল বোঝা হয়েছে। যেদিন আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়, সেদিন উনি নিজের মরিস মাইনর গাড়িটা বাংলোতেই পুঁতে দিয়েছিলেন, যেটা প্রথম ছবি ‘আন্দোলন’ ছবির পর মায়ের সঙ্গে উনি কিনেছিলেন। এই ছিল কিশোর কুমার।”