পাচারের সময় উদ্ধার হওয়া বিরল বনরুইকে, বনে ফিরিয়ে দিল বন দপ্তর : ভাইরাল ছবি

Published On:

Viral photo : বনরুই বা প্যাঙ্গোলিন (pangolin) এক বিরল প্রজাতির অতীব সুন্দর স্তন্যপায়ী।  সারা দেহ শক্ত আঁশে ঢাকা এই বনরুই আঁশ যুক্ত একমাত্র স্তন্যপায়ী। কিছুদিন আগে কটক এ আটগড় বন বিভাগের একটি দল পাঙ্গোলিনকে উদ্ধার করেছিল।

  ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে, আটগড় বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাস্মিতা লেনকা জানান,  বনরুই চোরাচালান সংক্রান্ত মামলায় গত এক বছরে মোট ১৩ জন চোরাচালানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, কয়েক দিন আগে, আমরা কয়েকজন পাচারকারীর কাছ থেকে একটি পাঙ্গোলিন উদ্ধার করেছিলাম।  এটি অসুস্থ অবস্থায় ছিল।  তাই, আমরা এটিকে আমাদের পর্যবেক্ষণের অধীনে রেখেছিলাম।  প্যাঙ্গোলিনের স্বাস্থ্যের অবস্থা কয়েক দিন ধরে পর্যবেক্ষণ করবার পর এখন এটি বাস্তুতন্ত্রে ফেরানোর জন্য উপযুক্ত  হয়েছে এবং আমরা শনিবার এটি সংরক্ষিত  অরণ্যে স্থানান্তরিত করেছি।

এই বনরুইটির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে৷ এই খুদে প্রাণীর রূপে মজেছে নেটিজেনরা। জানিয়ে রাখি, আঁশযুক্ত শরীর ও মৎসাকৃতি গঠনে বনজঙ্গলে চলাফেরা করা রুই মাছের মতো লাগাতে এদেরকে বনরুই বলা হয়ে থাকে।

এরা বিপদের আভাস পেলে নিজের শরীর গুটিয়ে নেয় বলে মালয় ভাষায় এদের বলে “পেঙ্গুলিং” – যেখান থেকে এসেছে এদের ইংরেজি নাম প্যাঙ্গোলিন।  বনরুই এশিয়া মহাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। পৃথিবীতে ৭ প্রজাতির বনরুই রয়েছে, তন্মধ্যে এশিয়ায় আছে ৪ প্রজাতির। তবে ক্রমাগত চোরা শিকারের কারনে এই প্রানীটি এখন বিপন্ন। ইতিমধ্যেই লাল তালিকায় রাখা হয়েছে এদের

X