দেখোতো চিনতে পার কিনা? সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে চমকে দিলেন এই তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্ক : যুব তৃণমূল নেতৃত্বের মধ্যে এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় নাম দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বাংলার রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও তাঁর নাম বারবার উঠে আসছে একটি বিশেষ স্লোগানের মধ্যে দিয়ে। দেবাংশুর খেলা হবে স্লোগান রীতিমতো ভাইরাল রাজনীতির অলিন্দে। সেই দেবাংশুই এবার একটি ছবি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিলেন।

কী সেই ছবি? দেখা যাচ্ছে, ছবিটি একটি তরুণের। চেক শার্ট পড়া ছবিটির ছেলেটিকে দেখে নিতান্তই গোবেচারা লাজুক বলেই মনে হবে। এরই সঙ্গে সেই সময়ের স্টাইল স্টেমেন্ট হয়ে ওঠা ‘হামতুম’ ব্যাগও রয়েছে তাঁর। চোখে রয়েছে চশমা আর তাবে সোনালি রঙের হাতঘড়ি। সবমিলিয়ে স্কুল বা কলেজ পড়ুয়া একটি উঠতি যুবক। কিন্তু কে জানত যে এই যুবকই একদিন মাইক্রোফোন হাতে স্টেজ কাঁপাবে?

   

এই ছবিটি আসলে দেবাংশুর ছাত্রজীবনের। তরুণ বয়সের এই ছবির সঙ্গে বর্তমান দেবাংশু ভট্টাচার্যের কতটা তফাৎ তাই বোঝাতে চেয়েছেন তিনি। এটা ঠিক সেই দেবাংশুর দুটি ছবিকে পাশাপাশি ধরলে বোঝাই দায় যে দুটি ছবি একই ব্যক্তির।

debangshu

কিছুদিন আগেই যুব কমিটিতে দেবাংশুর নাম না থাকায় রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। এর জবাবও দেন দেবাংশু নিজেই। যুব কমিটির নাম না থাকা নিয়ে তিনি বেশ কিছু কথা বলেন। এদিন ফেসবুক লাইভে তিনি বলেন, ‘‌গত ৪ মার্চ ২০২১ এবং ৩০ নভেম্বর ২০২২ দুটি দিন আমার কাছে একই। কারণ প্রথম তারিখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমি কেন বিধানসভার টিকিট পায়নি?‌ এই নিয়ে তখন শোরগোল পড়েছিল। যে খেলা হবে বললেন তাঁকেই খেলায় নেওয়া হল না!‌ এবার সবাই বলছে, দেবাংশু চৌকাঠে শুয়েই রইল। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। তাই দল যে দায়িত্ব দেবে সেটাই পালন করব। এভাবে বাকিদের বিভ্রান্ত করা উচিত নয়।’‌

তিনি আরও বলেন, ‘‌অনেকে মিম যিনি করেছেন। সেটা দেখে ভাল লেগেছে। যিনি করেছেন তাঁকে ধন্যবাদ জানাই। কারণ আমি মজা পেয়েছি। বিজেপি নেতা বলছেন, তাঁদের দলে আমায় নিয়ে আলোচনা হচ্ছে। তাঁরা নিজের দল নিয়ে মাথা ঘামালে ভাল হয়। আমাকে আমার দল অন্য কোনও দায়িত্বে কাজে লাগাবে। তাই আমি যুবর কমিটিতে নেই। যদিও সায়নী ঘোষের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। সবসময় সাহায্য করেছেন এবং সমন্বয় করেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’‌

Avatar
Sudipto

সম্পর্কিত খবর