তৃণমূলের অফিসে বসে রয়েছে হিরণ! ছবি ভাইরাল হতেই মুখ খুলল বিজেপি

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় তোলপাড় রাজ্য রাজনীতি। গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে কি এবার ফিরছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)? বিজেপি তারকা বিধায়ক হিরণের (BJP MLA Hiran Chatterjee) একটি ছবি ভাইরাল হওয়ার পরই জোরদার হয় দাবি। তৃণমূলের অফিসের সোফায় বসা খড়গপুরের বিধায়কের ছবি ভাইরাল হতে খবর ছড়ায় তাহলে পাকাপাকি ভাবে পুরনো দল জোড়াফুলে ফিরে গেলেন হিরণ? এরই মধ্যে জানা যায়, শনিবার দুর্গাপুরে কার্যকারিণী বৈঠকে যোগ দেবেন না হিরণ চট্টোপাধ্যায়। যা এক একরকম আগুনে ঘি পড়ে। তবে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমিক ভট্টাচার্যের দাবি, হিরণ চট্টোপাধ্যায় বিদেশ যাত্রা করবেন সে জন্যই এই বৈঠকে আসতে পারবেন না । বিজেপি নিজের গতিতে চলছে । ভাইরাল হওয়া ছবি পুরনো বলেই দাবি করেন শমীক ভট্টাচার্য।

শুক্রবার বিজেপির কার্যকারিণী বৈঠকের প্রথম দিনের শেষে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য এ বিজেপি নেতা রাজু বিস্ত। কেন এই বৈঠকে যোগ দিলেন না বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়? অবশ্য হিরণ ছাড়াই যে সভা হতে পারে, অনেকটা এইরকম দাবি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের ৷

   

গতকাল বিতর্কের মধ্যেই হিরণের টুইটারে ভেসে ওঠে বিজেপির এক পুরনো জনসভার ভিডিয়ো। যেখানে দাঁড়িয়ে হিরণ বলছেন, ‘মারবি যত, ঝরবে রক্ত। দ্যাখ এখানে কত শ্রীরামের ভক্ত।’ রাজনৈতিক মহলের দাবি, বিতর্কে জল ঢালতেই এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। মনে করা হচ্ছে, পদ্মশিবিরের জনসভার পুরনো ভিডিয়ো পোস্ট করে এই বার্তাই দিতে চাইছেন হিরণ যে তৃণমূল নয়, তিনি এখনও গেরুয়া শিবিরেই রয়েছেন। শুধু তাই নয়, ওই টুইটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) , শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), অমিতাভ চক্রবর্তী (Amitabh Chakraborty), অমিত মালব্যকে (Amit Malviya) ট্যাগও করেছেন বিজেপি নেতা হিরণ। বিশেষজ্ঞদের মতে, যেন হিরণ বার্তা দিতে চাইছেন আমি তোমাদেরই লোক। এমনকী বিজেপি অফিসিয়াল অ্যাকাউন্টকেও ট্যাগ করেছেন তিনি।

তবে এই প্রথম নয়, সপ্তাহখানেক আগেও একবার জল্পনা ছড়ায় বিজেপি ছেড়ে আবার তৃণমূলে আসতে চলেছেন হিরণ। এমনকী বলা হয়, এবিষয়ে আলোচনা করতে তিনি নাকি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন বিজেপির এই তারকা বিধায়ক।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর