বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে নিয়ে তাদের মাতৃভূমি রক্ষার আবেদন জানিয়েছেন। তিনি একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে, তিনি ইউক্রেনেই আছেন এবং জনগণকে রক্ষা করার জন্য লড়াই চালাচ্ছেন। ইউক্রেনের আরও অনেক নাগরিক ও রাজনীতিবিদও রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্ত্র হাতে তুলেছেন। এদিকে, ইউক্রেনের মহিলা সাংসদ কিরা রুডিকের (Kira Rudik) ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে তাকে বন্দুক হাতে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ছবি শেয়ার করেছেন ইউক্রেনের সাংসদ কিরা রুডিক। ছবিটি ভাইরাল হওয়ার পর সাংসদ টুইট করে বলেছেন যে, তিনি জানেন কীভাবে কালাশনিকভ ব্যবহার করতে হয়। এটা খুবই বাস্তব মনে হয় কারণ কয়েকদিন আগে এটা আমার মাথায় এসেছিল না। ইউক্রেনের পুরুষদের মতো আমাদের নারীরাও দেশের মাটি রক্ষা করবে।
https://twitter.com/kiraincongress/status/1497264543428448260?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497264543428448260%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fworld%2Fukraine-russia-war-pictures-of-ukrainian-female-mp-kira-rudik-holding-a-gun-against-russia-have-gone-viral%2F1108968
জানিয়ে রাখি, ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছেন। কিয়েভে প্রেসিডেন্ট নিজেই সেনাবাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। কিন্তু এরই মধ্যে ইউক্রেনের বিপুল সংখ্যক নাগরিকও দেশ ছেড়ে চলে গিয়েছেন।
শুক্রবারের শেষরাতের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে, ‘আমরা এখানে আছি। আমরা কিয়েভে আছি। আমরা ইউক্রেনকে রক্ষা করছি।” এর আগে আরেকটি ভিডিওতে তিনি বলেন, ‘আমি ইউক্রেনে আছি। আমার পরিবার ইউক্রেনে আছে। আমার বাচ্চারা ইউক্রেনে আছে। তারা বিশ্বাসঘাতক নয়। তারা ইউক্রেনের নাগরিক। আমি জানতে পেরেছি যে, আমি রাশিয়ার প্রথম টার্গেট এবং আমার পরিবার দ্বিতীয় টার্গেট।