নয়া অবতারে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদা!সুন্দরী বউকে নিয়ে এবার টিভির পর্দায়! তাঁর স্ত্রীকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক: পরোটা বিক্রেতা রাজুদা (Viral Rajuda) এখন সোশ্যাল মিডিয়ার সেনশন। রাজুদার তেল ছাড়া পরোটা আর আনলিমিটেড তরকারি নিয়ে তৈরি ব্লগারদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে। ফুড ভ্লগারদের জ্বালায় কারণে শিয়ালদার কোলে মার্কেটে যেখানে পরোটা বিক্রি করতেন রাজুদা, এখান থেকে সরে যেতে হয়েছে তাঁকে।

ভাইরাল রাজুদা (Viral Rajuda) এবার ছোটপর্দায়

কিন্তু তাতেও রাজুদার (Viral Rajuda) পরোটা খেতে যাওয়া মানুষদের ভিড় কমেনি। ২০ থেকে এখন ৩০ দাম হয়ে গেছে তাঁর পরোটার। এবার ছোটপর্দায় দেখা যাবে রাজুদাকে। হলুদ পাঞ্জাবি আর মোদী কোটে রাজুদাকে দেখে চিনতে পারবেন না আপনিও। আসলে পরোটা বিক্রেতা রাজুদা সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় গেম শো লাখ টাকার লক্ষ্মীলাভে হাজির এসেছিলেন।

Viral Rajuda

তাঁর পাশাপাশি আমেরিকান দাদা এবং অরুণদাকেও দেখা যাবে সেখানে। বিরিয়ানি আর খিচুড়ি বিক্রি করে ভাইরাল বাকি দুই ব্যবসায়ী। সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত শো নিজেদের ঘরের লক্ষীদের নিয়ে হাজির হয়েছেন তাঁরা। এদিন রাজুদা এবং তার স্ত্রীকে দেখা গেল হলুদ পোশাকে। আমেরিকান দাদা অর্থাৎ দীপঙ্কর অধিকারী, সেই আপডেট শেয়ার করে নিয়েছেন।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার ক্যান্সারের মিলবে অ্যানসার! বিনা পয়সায় ভ্যাকসিন! বিশ্বজুড়ে হইহই কান্ড

লাখ টাকার লক্ষ্মীলাভের শুটিং (Shooting) হয়েছে গত ১২ই ডিসেম্বর। রাজুদা (Viral Rajuda) ও তাঁর স্ত্রী অপর্ণা শেষ পর্যন্ত এগিয়ে থাকলেও বাজিমাত করলেন আমেরিকান দাদা দীপঙ্কর ও তাঁর স্ত্রী। আমেরিকান দাদার কথায়, “কালকের দিনটা খুব মজা তে কাটিয়েছিলাম। আমরা জিতলেও হলেও প্রকৃতরূপে জয়ী ছিলো রাজু দা এবং অপর্ণা বৌদি”।

960x540 LakhTakarLokkhiLabh 207721 2eb48173 5b39 4acd 86fa 991a72c3ff94

জয়ীর মুকুট পরে দীপঙ্কর ও তাঁর স্ত্রী ছবিও তুললেন। মুখে তাদের চওড়া হাসি। শেষ রাউন্ড শুরুর আগে একটু নার্ভাস হয়ে যান রাজুদা। মানুষের ভালোবাসাতেই যে তিনি এত দূরে এসেছেন সেটাও জানাতে ভুলে যাননি তিনি। সান বাংলার নতুন গেম শো লাখ টাকার লক্ষী লাভ এমন একটি রিয়েলিটি শো যেখানে গ্রাম বাংলার হোক বা শহরাঞ্চলের লড়াকু মহিলাদের মঞ্চ দিচ্ছে। বেশ জনপ্রিয় হয়েছে এই গেম শো (Game Show)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর